কালো বউ । পর্ব -০৭
তমসাঃ (এতো জোরে হোয়াট বলেছে আমি ভয় পেয়ে উনার থেকে একটু সরে দাঁড়ালাম,,,,) I,,I am sorry,,,, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম ,,,,
রুপকঃ কিছু হয়ে গেলে বুঝতে পারতেন অন্যমনস্ক হওয়ার ফল,,,, যত্তসব,,,
তমসাঃ হলেও খারাপ হতো না,,,, বরং ভালোই হতো,,,,(বিড়বিড় করে,,,)
রুপকঃ What are you saying,,,?? (ভ্রু কুঁচকে)
তমসাঃ Nothing,,,, thanks for your help,,,, Allah Hafez,,,,, ( আর এক মিনিট না দাঁড়িয়ে চলে এলাম,,,)
রুপকঃ অদ্ভুত মেয়ে তো,,,,(ভ্রু কুঁচকে,,,,, অফিসের ভেতরে চলে এলাম,,,) মিস্টার জসিম,,,,,
জসিম(ম্যানেজার) : জী স্যার,,,,,??
রুপকঃ Come to my cabin,,,,
জসিমঃ ওকে স্যার,,,
রুপকঃ(কেবিনে গিয়ে হেলান দিয়ে চেয়ারে বসে চোখ বন্ধ করে রইলাম,,,)
জসিমঃ May i come in sir,,,,??
রুপকঃ yes,,,,,, (জসিম কেবিনে আসলে তার দিকে তাকালাম,,, ) ইন্টারভিউ নেওয়া কমপ্লিট,,,???
জসিমঃ জী স্যার,,, আমরা পাঁচজন সিলেক্ট করেছি,,, আপনি তার মধ্যে একজন সিলেক্ট করুন,,,
রুপকঃ ওকে,,, সবার ফাইল দিন,,,
জসিমঃ আমি সাথে করে নিয়েই এসেছি,,,(ফাইলগুলো রুপকের সামনে রেখে,,)
রুপকঃ(একে একে সব ফাইল দেখলাম,,, লাস্ট ফাইল দেখে ভ্রু কুঁচকে গেলো,,,) এটা,,,??
জসিমঃ স্যার,,, মেয়েটা সব দিক থেকেই পার্ফেক্ট,,, কিন্তু দেখতে কালো,,, তাই সবার শেষে রেখেছি,,, কিন্তু মেয়েটার রেজাল্ট বাকি সবার থেকে ভালো,,,
রুপকঃ আমি আগেই বলেছিলাম,,, আমার কোনো মডেলের প্রয়োজন নেই,,,,, এদের কারো এক্সপেরিয়েন্স আছে,,,??
জসিমঃ না স্যার,,,, সবারই প্রথম চাকরি,,,,
রুপকঃ ওকে তাহলে লাস্ট মেয়েটাকে সিলেক্ট করুন,,, এর পারফরম্যান্স বাকিদের থেকে ভালো,,,
জসিমঃ কিন্তু স্যার,,, মেয়েটা একটু বেশি কালো,,, যেহেতু আপনার পি.এ হিসাবে জয়েন করবে,,, সবসময় আপনার সাথেই থাকবে,,,
রুপকঃ হ্যাঁ তো,,,,
জসিমঃ আপনার সাথে বেমানান লাগবে,,,
রুপকঃ মিস্টার জসিম,,,, আমি একে বিয়ে করছি না যে আমার সাথে মানাতে হবে,,,, সো যেটা বলছি সেটা করুন,,,,
জসিমঃ ওকে স্যার,,,,
রুপকঃ নেক্সট ডে ডাকুন আর কোম্পানির শর্তগুলো দেখান,,, সব কিছুতে রাজি থাকলে এগ্রিমেন্ট পেপারে সাইন নিন আর পরশু থেকে জয়েন করবে,,,, একটা কথা ভালো করে মনে করিয়ে দিবেন আমি সবকিছু টাইমলি আর পার্ফেক্ট চাই,,,
জসিমঃ ওকে স্যার,,,,
মাঃ কী রে তমসা,,,, আজ এতো খুশিখুশি লাগছে কেনো,,,,??
তমসাঃ এই প্রথম মনের মতো ইন্টারভিউ দিতে পেরেছি তাই,,,
মাঃ তাহলে কী এবার জবটা হয়ে যাবে,,,??(খুশি হয়ে)
তমসাঃ সেটা জানি না,,, তবে না হলেও আফসোস থাকবে না,,,,
মাঃ ওহ্ ,,,,,, যা ফ্রেশ হয়ে আয়,,, কিছু খেয়ে নে,,,
তমসাঃ সিনহা ফিরেছে,,,??
মাঃ খুশিতে দেখি সব ভুলে গেছিস,,,, সিনহা দুই টার পর আসবে,,,,
তমসাঃ ওহ্ ,,,,, তাহলে আমি গোসল করে নামাজ পরে নিচ্ছি,,, সিনহা আর ভাইয়া আসলে একসাথে খাবো,,,,
মাঃ আচ্ছা যা,,,,,
তানভীরঃ সিনহা,,,,,
সিনহাঃ হ্যাঁ ভাইয়া,,,,
তানভীরঃ মাকে বলিস আমি আর অফিস থেকে রাতে বাড়ি ফিরবে,,, মিস্টার আকাশ চৌধুরী ডেকেছেন,,, সেখানে যেতে হবে,,,,
সিনহাঃ(আকাশ চৌধুরী মানে তো বৃষ্টির বাবা,,, বৃষ্টির বাবা ভাইয়াকে কেনো ডেকেছেন,,??) কেনো ভাইয়া,,,,
তানভীরঃ জানি না,,, গেলে জানতে পারবো,,, ওখান থেকে অফিসে চলে যাবো,,,
সিনহাঃ আচ্ছা,,,
বৃষ্টিঃ সিনহা,,, চল যাবি না,,,
সিনহাঃ হুম চল,,, আসছি ভাইয়া,,,
তানভীরঃ সাবধানে যাস,,,(বাইক নিয়ে সোজা আকাশ চৌধুরীর অফিসের দিকে যেতে লাগলাম,,, মাথায় হাজারটা চিন্তা আসছে,,, দেশের নাম্বার ওয়ান বিজনেসম্যান আমাকে কেন ডাকছে,,,, কোনো কারণ খোঁজে পাচ্ছি না,,,, গেলেই বুঝতে পারবো,,, তাই চিন্তা করা বাদ দিয়ে যেতে লাগলাম)
সিনহাঃ(গেইটের বাইরে যেতেই চোখ কপালে,,,, বৃষ্টির ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে,,,, ব্লাক টিশার্ট,,, ব্লাক জিন্স,,,চোখে সানগ্লাস,,, চুলে জেল,, ঠোঁটে টেড়ি স্মাইল,,, কারটাও ব্লাক,,, ফর্সা গায়ে ব্লাক ড্রেস একদম ফোটে উঠেছে,,,, দেখেই ক্রাশ খেলাম,,, আবার তাড়াতাড়ি হজমও করে নিলাম,,,,)
বৃষ্টিঃ কী ব্যাপার ভাইয়া,,,(ভ্রু কুঁচকে তাকিয়ে)
রোদঃ তোর জন্য এতোক্ষণ ধরে অপেক্ষা করছি,,, আর তুই ভাব নিচ্ছিস,,,,(রাগ করার নাটক করে)
বৃষ্টিঃ সত্যি কী আমার জন্য ওয়েট করছিস,,,??
রোদঃ ত,,তো কার জন্য করবো,,,??
বৃষ্টিঃ ঠিক আছে চল,,,,
সিনহাঃ আচ্ছা তাহলে আমি আসছি বৃষ্টি,,,
রোদঃ আরে তুমি কোথায় যাচ্ছো,,,?? চলো লিফট দিয়ে দিচ্ছি,,,,
সিনহাঃ না ভাইয়া,,,, লাগবে না আমি একাই চলে যাবো,,,,
রোদঃ এ,,,এই কে তোমার ভাইয়া,,,??(রেগে)
সিনহাঃ কেনো,,, বৃষ্টির ভাইয়া মানে তোর আমারও ভাইয়া,,,,
বৃষ্টিঃ ঠিকই তো বলেছে,,,( শয়তানি হাঁসি দিয়ে)
রোদঃ এই চুপ,,, তুই ছাড়া আমি আর কারো ভাইয়া নই,,,,(মুডের বারোটা বাজিয়ে দিলো,,,) ধুর একাই যা,,, আমি কাউকে নিবো না,,,(আর কিছু না বলে গাড়ি নিয়ে চলে এলাম)
বৃষ্টিঃ যাহ্ বাবা,,, এটা কী হলো,,,??
সিনহাঃ তোর ভাইয়ার মাথায় কী প্রবলেম আছে,,,??
বৃষ্টিঃ এই মুখ সামলে কথা বল,,,, প্রবলেম তোর ভাইয়ার মাথায় আছে,,,
সিনহাঃ আমার ভাইয়াকে এমন বিহেভ করতে দেখেছিস কখনো,,,,
বৃষ্টিঃ কখন কী বলে নিজেই জানে না,,,?? ধুর বা* চলতো,,,
সিনহাঃ(বৃষ্টি আর আমি রিকশা করে চলে আসলাম,,,, ওর ভাইয়া এসেছিলো বলে হয়তো আজ ওর বাড়ি থেকে গাড়ি আসেনি,,,, বাড়ি গিয়ে কলিংবেল বাজাতেই আপু দরজা খোলে দিলো,,,,) ভাইয়া আসবে না,,, কাজ আছে,,,
তমসাঃ(ভ্রু কুঁচকে তাকিয়ে আছি)
সিনহাঃ আমি জানি তুই এটাই জিজ্ঞেস করতি,,, তাই আগেই উত্তর দিয়ে দিলাম,,,
তমসাঃ ঠিক আছে,, যা ফ্রেশ হয়ে আয়,,, একসাথে খাবো,,,
সিনহাঃ ঠিক আছে,,,,,
বৃষ্টিঃ ভাইয়া,,,,,,,,,,(গলা জরিয়ে ধরে) কখন এসেছো,,,,??
রুপকঃ এইতো একটু আগেই,,, আজ মামুনির হাতের খাবার খেতে খুব ইচ্ছে করছিলো তাই চলে এসেছি,,,,
বৃষ্টিঃ খুব ভালো করেছো,,,,, এখন তো ভুলেই গেছো আমাদের,,,,
রুপকঃ ভুলিনি,,, কাজের চাপ অনেক বেশি,,, তাই আসতে পারি না,,,
মেঘলাঃ বৃষ্টি চলে এসেছো,,, রোদ কোথায়,, ও না তোমাকে আনতে গেলো,,,,??
বৃষ্টিঃ তোমার ছেলে রেগে আমাকে ফেলেই চলে এসেছে,,,,
মেঘলাঃ কী করেছো যে তার রাগ উঠলো,,,,??(ভ্রু কুঁচকে)
বৃষ্টিঃ আমার ফ্রেন্ড,,,,,,
রোদঃ আমার সাথে ফাজলামি করেছে ফ্রেন্ডের সাথে মিলে,,,
বৃষ্টিঃ আমি,,,,,
রুপকঃ কেমন আছিস,,,(রোদকে জড়িয়ে ধরে)
রোদঃ ভালো,,,(মুখ মলিন করে রুপকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে,,,)
রিসেপশনিস্টঃ আসসালামু আলাইকুম স্যার,,,
আকাশঃ ওয়ালাইকুম আসসালাম,,,,
রিঃ মিস্টার তানভীর ইসলাম নামে এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে,,,,
আকাশঃ পাঠিয়ে দাও,,, আমি ডেকেছি,,,
তানভীরঃ May i come in,,,,,,,??
আকাশঃ Yes,,, come in,,,, please take your sit,,,
তানভীরঃ (আকাশ চৌধুরীর নাম অনেক শুনেছি,,, আজ প্রথমবার সামনে থেকে দেখলাম,,,, চেহারায় বয়সের ছাপ নেই একদম,,,,, এখনো অনেক ইয়াং,,, দেশের বিজনেস আইকনের সামনে বসে আছি,,, একটু নার্ভাস লাগছে,,, কেনো ডেকেছেন আমাকে,,,।
আকাশঃ বৃষ্টির টিচার মানে মনে করেছিলাম পাকা চুলের কোনো মধ্যবয়সী ভদ্রলোক হবে,,, কিন্তু তুমি দেখছি আমার ছেলের বয়সী,,, কিছু মনে করো না তুমি করেই বললাম,,, (হাঁসি মুখে)
তানভীরঃ না স্যার,,, ঠিক আছে,,, (উনি তাহলে বৃষ্টির বাবা,,, বৃষ্টি এতো বড়লোক বাবার মেয়ে তার চলাফেরায় বুঝা যায় না,,,,)
আকাশঃ তোমাকে বৃষ্টির বিষয়ে কিছু কথা বলার জন্য ডেকেছি,,,,,
তানভীরঃ জী স্যার,,, বলুন,,,
আকাশঃ তুমি কী আমার কাছে কখনো পড়েছো,,,??
তানভীরঃ মানে,,,(অবাক হয়ে)
আকাশঃ মানে,,,আমি কী তোমাকে কখনো পড়িয়েছি,,,?? নাকি তুমি আমার কোনো এমপ্লয়ি,,,??
তানভীরঃ কোনোটাই নয়,,,(এসব প্রশ্নের মানে কী,,?)
আকাশঃ তাহলে আমাকে স্যার কেনো বলছো,,??(ভ্রু কুঁচকে) আঙ্কেল বললে খুশি হবো,,,(মুচকি হেঁসে)
তানভীরঃ(অবাক হয়ে তাকালাম,,, এতোবড় একজন মানুষ তবু কোনো অহংকার নেই,,,) ওকে আঙ্কেল,,, কিন্তু আমাকে এখানে ডাকার কারণটা এখনো ঠিক বুঝলাম না,,,
আকাশঃ আমি জানি তুমি টিউশন পড়াও না,,, কিন্তু বৃষ্টিকে তোমার পড়াতে হবে,,,,
চলবে,,,,,
No comments
info.kroyhouse24@gmail.com