Breaking News

নরসিংদী জেলার চিত্তাকর্ষক স্থানসমূহ

মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর রিধেীত জেলা নরসিংদী। জেলাটির আয়তন ১,১১৪.২০ বর্গ কিলোমিটার । এ জেলাটি বাংলাদেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা ও ব্রহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজিপুর জেলা অবস্থিত।

নরসিংদী জেলার চিত্তাকর্ষক স্থানসমূহ:-

  • উয়ারী – বটেশ্বর – বেলাব উপজেলায় আমলাব ইউনিয়ন।
  • বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি যাদুঘর।
  • সোনাইমুড়ি টেক- শিবপুর উপজেলা।
  • ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা -পাঁচদোনা বাজার সংলগ্ন বুড়ারহাট গ্রাম।
  • আশরিনগর মিনি পার্ক – নরসিংদী রেল স্টেশনের সাথেই।
  • ড্রীম হলিডে পার্ক – পাচদোনা।
  • বালাপুর জমিদার বাড়ি।
  • ভাংগা জমিদার বাড়ি/জমিদার লক্ষন সাহার বাড়ি। চারিদিকে সবুজ বেস্টনির মাঝে এক টুকরো স্বর্ণ মহলই বলা চলে। কাছ থেকে এই বাড়ীর কারুকাজ দেখলে সরসিংদীর ভাংগা গ্রামে যেতে হবে। স্থানীয় লোকজন এই বাড়িকে উকিলে বাড়ি বলেও জানে। ভাংগা গ্রামে ৩টি জমিদার বাড়ি আছে ০১। লক্ষন সাহার জমিদার বাড়ি  ০২। সুদান সহার মজিদার বাড়ি ( একটি পরিবার থাকে বর্তমানে ) ০৩। কুন্ডু শাহার জমিদার বাড়ি। (যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে) । ঘোরাশাল মিঞা বাড়ি , ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন ( যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন ) চরসিন্দু ব্রিজ ইত্যাদি দেখতে পাবেন।

No comments

info.kroyhouse24@gmail.com