Breaking News

কালো বউ | পর্ব-২১



তমসাঃ Would be husband,,,,,
রুপকঃ Oh,,,,
Congratulations

,,, ok bye,,,.

তমসাঃ আল্লাহ হাফেজ,,,, (স্যার ফোন কেটে দিতেই দেখি আরাফাত কল দিয়েছিলো অনেকবার,,,, আমি খেয়ালই করিনি,,,,, হায় আল্লাহ,,, আজ আমার হয়েছেটা কী,,,? স্যারকে আরাফাত মনে করে কী বলে ফেলেছি আর আরাফাতের কল খেয়ালই করিনি,,,, তাড়াতাড়ি আরাফাতের নাম্বারে ব্যাক করলাম,,,, কিন্তু অফ বলছে,,, সারারাত ট্রাই করতে করতেই চলে গেলো,,, ভোরের দিকে চোখ লেগে এলে ফজরের আযান শুনে আবার ঘুম ভেঙে গেলো,,,, উঠে নামাজ পরে নিলাম,,, সিনহাকে ডেকে তোলে কিচেনে চলে গেলাম মাকে হেল্প করতে,,,)
মাঃ কী রে তোর চোখ এতো লাল হয়ে আছে কেনো,,,? সারারাত ঘুমাসনি,,,?
তমসাঃ আসলে ঘুম আসছিলো না,,,, একটু তাড়াতাড়ি নাশতা রেডি করো,,, আজ আমাকে একটু আগে যেতে হবে,,,
মাঃ আগে যাবি কেনো,,,?
তমসাঃ মিটিং আছে তাই,,,,
মাঃ ঠিক আছে,,, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি,,, তুই একটু ঘুমিয়ে নে,,, আমি ডেকে তোলে দিবো,,, সারারাত ঘুমাতে পারিসনি,,,,
তমসাঃ ঠিক আছে,,,, আমি ঘুমিয়ে নিচ্ছি একটু,,, ঠিক সাতটায় ডেকে দিবা,,, আর আটটায় বের হবো,,,
মাঃ ঠিক আছে,,,

বৃষ্টিঃ (গতরাতে কথা বলতে বলতেই কখন যেনো ঘুমিয়ে পড়েছিলাম,,, উনি কল কেটে দিয়ে ম্যাসেজ করেছে গুড নাইট,,,,ফোনটা রেখে মুচকি হেঁসে ওয়াশরুমে চলে গেলাম,,,, ওযু করে নামাজ পরে নিলাম,,, এই বাড়িতেও আমার প্রয়োজনীয় সব জিনিস আছে,,,, তাই এখানে এলে বাড়ি থেকে কিছু আনতে হয় না,,,, রুপক ভাইয়া আমার সব জিনিস এনে রেখেছে,,,, যাতে আমি হঠাৎ করে এলে সমস্যা না হয়,,,, নামাজ পরে ভাইয়ার রুমে গেলাম,,,, মনে করেছি হয়তো ঘুমিয়ে আছে,,, কিন্তু রুমে কেউ নেই,,, বেলকনিতে গিয়ে দেখি ভাইয়া গার্ডেনে জিম করছে,,, কিচেনে চলে গেলাম,,, আমার জন্য আর ভাইয়ার জন্য কফি বানালাম,,, ভাইয়ার ব্লাক কফি,,, দুই মগ দু’হাতে নিয়ে গার্ডেনে চলে গেলাম,,,) গুড মর্নিং ভাইয়া,,,

রুপকঃ গুড মর্নিং,,,,,
বৃষ্টিঃ এটাও গুমরা মুখে বলতে হবে,,,? আমার সাথেও হেঁসে কথা বলা যাবে না,,,(গাল ফুলিয়ে)
রুপকঃ পাগলি,,, হাঁসি মুখেই তো বললাম,,,,।
বৃষ্টিঃ থাক,,, তোমার হাসি দেখার থেকে অমাবস্যার চাঁদ দেখা সহজ,,, এই নাও তোমার জন্য কফি এনেছি,,,,।
রুপকঃ তুই বানিয়েছিস,,,?
বৃষ্টিঃ আমি যেহেতু এনেছি তাহলে নিশ্চয় আমিই বানিয়েছি,,,
রুপকঃ কিন্তু আমি তো তোকে মানা করেছিলাম কিচেনে যেতে,,,
বৃষ্টিঃ এক মগ কফি বানালে কিছু হবে না,,,, এখন নাও তো,,, ঠান্ডা হয়ে যাবে,,, আমি জানি তুমি মানা করলেও আমার হাতের কফি পছন্দ করো,,,।
রুপকঃ সেটা ভুল বলিসনি,,, দে,,,
বৃষ্টিঃ (এক মগ ভাইয়ার হাতে দিলাম,,, একসাথে বসে কফি খেতে লাগলাম,,,,) বাবা-মা কখন গেছে,,,
রুপকঃ তুই রুমে যাওয়ার একটু পরই চলে গেছে,,,,
বৃষ্টিঃ ওহ্ ,,,,,,,

রুপকঃ রোদ যাওয়ার পর আর কল দিয়েছিলো,,,?
বৃষ্টিঃ দিয়েছিলো,,, আমি রিসিভ করিনি,,, মাও করেনি,,, কেমন ফাজিল তুমি বলো,,, কক্সবাজার থেকে বাসায় না এসেই চলে গেছে,,, কারো সাথে দেখাও করে যায়নি,,,
রুপকঃ যাওয়াটা জুরুরি ছিলো,,, আর এবার অনেকদিন বাসায় ছিলো,,, তোদের দেখলে আর যেতে ইচ্ছে করতো না তাই নাকি দেখা না করেই চলে গেছে,,,,আমার সাথে কথা হয়েছে,,, বাবার অবস্থা জানার জন্য কল দিয়েছিলো,,,
বৃষ্টিঃ ওহ্ ,,,,, অফিস যাবে না,,,?
রুপকঃ হ্যাঁ যাবো,,, আজ একটু আগেই যাবো,,, জরুরি কাজ আছে,,,
বৃষ্টিঃ ওকে,,, আমিও রেডি হয়ে নিচ্ছি,,, ভার্সিটিতে নামিয়ে দিয়ে যেও,,,
রুপকঃ ঠিক আছে,,,, চল,,, ব্রেকফাস্ট করবি,,,
বৃষ্টিঃ হুম চলো,,,(ভাইয়া আমি আর আঙ্কেল একসাথে ব্রেকফাস্ট করে নিলাম,,, তারপর ভাইয়ার সাথেই রওনা দিলাম,,,)

তমসাঃ মা,,, এখন সময় নেই ব্রেকফাস্ট করার,,, তোমাকে আমি সাতটায় ডাকতে বলেছিলাম,,,, তুমি ডেকেছো আটটায়,,, এখন আবার ব্রেকফাস্ট করতে বলছো,,,,?
মাঃ তুই ঘুমিয়ে ছিলি তাই ডাকতে ইচ্ছে করেনি,,, প্লিজ কিছু খেয়ে যা,,,
তমসাঃ আমার হাতে আর একটুও সময় নেই,,, স্যার লেট করা একদম পছন্দ করে না,,, আর আজকের মিটিং অনেক ইম্পরট্যান্ট,,,,(মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে এলাম,,, মাত্র দশ মিনিটে রেডি হয়েছি,,, এখন আটটা বেজে দশ মিনিট ,,, প্রথমে অফিস গিয়ে ফাইল আনতে হবে তারপর আবার ক্যাফেতে যেতে হবে,,, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে উঠে পড়লাম।)
রুপকঃ(বৃষ্টিকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দেওয়ার সময় সেই ছেলেটাকে দেখলাম বাইক নিয়ে ঢুকতে,,,, ছেলেটা আমার সেইম বয়সী,,,, বৃষ্টি তখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে,, বৃষ্টির দিকে তাকিয়ে একটা মুচকি হাঁসি দিয়ে চলে গেলো,,, সামনে থেকে দেখে আরো বেশী পরিচিত মনে হলো,,,, কিন্তু মনে করতে পারছি না কোথায় দেখেছি,,,)
বৃষ্টিঃ আল্লাহ হাফেজ,,,, ভাইয়া,,,

রুপকঃ আল্লাহ হাফেজ,,,, (বৃষ্টি ভেতরে চলে গেলে আমিও আবার ক্যাফের দিকে যেতে লাগলাম,,,, কিন্তু মাথায় ঘুরছে কে এই ছেলেটা,,,,? কেনো এতো চেনা লাগছে,,,? বিকেলের মধ্যেই জানতে পারবো সব,,,)
তমসাঃ(নয়টা পাঁচ মিনিটে ফাইল নিয়ে ক্যাফেতে পৌছালাম,,,, ভয়ে হাত-পা কাপছে আমার,,, না জানি স্যার কতো রেগে আছে,,,, দৌড়ে চলে গেলাম মিটিং রুমে,,,,)
রুপকঃ (ক্লাইডরা একদম ঠিক সময়ে চলে এসেছে,,, কিন্তু তমসার এখনো আসার খবর নেই,,,)
তমসাঃ স্যার ফাইল,,,,,(হাঁপাতে হাঁপাতে,,,)
রুপকঃ(ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাঁচ মিনিট লেট,,, তমসার দিকে রাগী চোখে একবার তাকিয়ে ফাইলগুলো নিলাম,,,, যার জন্য এতোরাতে কল দিয়ে জানালাম,,, তারপরও লেট,,,, মিটিংটা শেষ হোক তারপর তোমাকে দেখে নিচ্ছি,,,)

বৃষ্টিঃ (এতো আগে ভার্সিটি চলে এসেছি এখন কী করবো,,,? স্যার তো এসেই অফিস রুমে চলে গেছে তার কাজে,,, আমি কী করবো,,,? সিনহাকে কল দেই,,,)
ক্রিংক্রিংক্রিং
সিনহাঃ এই মিয়া আপনার খাইয়া দাইয়া কাজ নাই,,, সকাল সকাল আবার কল দিছেন,,, কেনো রে ভাই আপনার ঘুম পায়না,,, ঘুম না পাইলে বইয়া বইয়া মশা মারেন,,, আমারে দয়া করে ঘুমাইতে দেন,,,(ঘুম ঘুম গলায়)

বৃষ্টিঃ পাগল হয়ে গিয়েছিস নাকি,,, কী বকছিস এসব,,,?
সিনহাঃ এই কে রে,,,,?(ফোন কান থেকে সরিয়ে সামনে নিয়ে,,,)
বৃষ্টিঃ আমি তোর ভাবি,,,,
সিনহাঃ ওহ্ বৃষ্টি তুই,,, সকাল সকাল ফাজলামি করিস না তো,,, আজ আপু বাসায় নাই মনে হয়,,, ফজরের নামাজ পরে একদিনও ঘুমাতে দেয় না,,, আজ আর ডিস্টার্ব করেনি,,, তাই তুইও করিস না,,, ঘুমাতে দে,,,,(হাই তোলে,,)
বৃষ্টিঃ ওকে তুই ঘুমা আমি একাই ক্লাস করি,,,
সিনহাঃ এ্যা,,, ক্লাস করবি মানে কয়টা বাজে,,,
বৃষ্টিঃ নয়টা বাজে,,, আর নয়টা পয়তাল্লিশ মিনিটে ক্লাস শুরু,,, তুই নাকে সরিষার তেল দিয়ে ঘুমা,,,
সিনহাঃ কী বলছিস,, আমি এখনই আসছি,,,
বৃষ্টিঃ সিনহা আসতেও অনেক দেড়ি,,, এখন কী করবো,,,
রকিঃ হেই বৃষ্টি,,,, কী করছো একা একা,,,?
বৃষ্টিঃ (এই চিপকু আবার কোথা থেকে উদয় হলো,,,)
সিনহাঃ(উঠে কোনরকম দৌড়ে দৌড়ে রেডি হলাম,,,, ব্রেকফাস্টও করলাম না,,, কপাল ভালো আজকে বাবাকে পেয়ে গেছি,,) বাবা,,,,
বাবাঃ হ্যাঁ বল,,, এখনো ভার্সিটি যাসনি,,,?
সিনহাঃ লেট হয়ে গেছে আজ,,, তুমি আজ একটু ড্রপ করে দাও প্লিজ,,,
বাবাঃ ঠিক আছে চল,,,,
সিনহাঃ(বাবা ভার্সিটিতে ড্রপ করে দিয়ে অফিস চলে গেলো,,,, আমি দৌড়ে ভেতরে যেতে লাগলাম,,, ভেতরে গিয়ে আমার চোখ কপালে,,, ভয়ে হাত-পা কাপছে,,, ভয়ংকর লাগছে ভাইয়াকে দেখতে,,,, ভাইয়া রকিকে মারছে কেনো,,,? বৃষ্টি ভাইয়াকে থামানোর চেষ্টা করছে,,,)
বৃষ্টিঃ স্যার প্লিজ ছেড়ে দিন,, আর মারলে মরে যাবে,,, ঝামেলা হয়ে যাবে,,,
তানভীরঃ ওর সাহস কী করে হয়,,,? ভার্সিটিতে দাঁড়িয়ে তোমার হাত ধরে টানাটানি করার,,,

*একটু আগে*
বৃষ্টিঃ এমনই সিনহার জন্য ওয়েট করছি,,, আমি আসছি,,
রকিঃ তুমি আমাকে এভয়েড কেনো করছো,,?
বৃষ্টিঃ তেমন কিছু না,,,(উঠে চলে যেতে যেতে)
রকিঃ অবশ্যই করছো,,,,(হাত টেনে ধরে,,,) তুমি নিজেই সেদিন বললে আমার সাথে যাবে আবার পরে গেলে না,,, তারপর বিভিন্নভাবে এড়িয়ে যাচ্ছো,,, তোমার কয়েকদিনের বিহেভে মনে হয়েছিলো তুমিও আমাকে পছন্দ করো,,, তারপর আবার হঠাৎ করে এমন কেনো করছো,,,?
বৃষ্টিঃ সেটা তোমার ভুল ধারণা,,,, আমার হাত ছাড়ো এখন,,,(হাত ছাড়ানোর চেষ্টা করে)
রকিঃ ভদ্রভাবে কথা বলছি ভালো লাগছে না,,,? এমন হাল করবো না,,, কারো সামনে মুখ দেখাতে পারবে না,,,
ঠাস,,,,,,
তানভীরঃ( গালে থাপ্পড় দিয়ে ফেলে দিলাম,,,) তোর সাহস হলো কীভাবে ওর হাত ধরার,,, এসব বলার,,,,?
*বর্তমানে*
সিনহাঃ ভাইয়া থামো,,,মরে গেলে ঝামেলা হবে,,,(বৃষ্টি আর আমি ভাইয়াকে জোর করে সরিয়ে আনলাম,,,, দুজনে ধরে রাখতে পারছি না,,,) ভাইয়া,,,,,শান্ত হও,,,,
তানভীরঃ(মাথায় রক্ত উঠে গিয়েছিলো,,,, সিনহাকে দেখে একটু শান্ত হওয়ার চেষ্টা করলাম,,, আমি চাই না আমার বোন আমাকে দেখে ভয় পাক,,, এমনই বড় হলেও ও এখনো অনেক বাচ্চা স্বাভাবের,,, অল্পতেই ভয় পেয়ে যায়)
রকিঃ কাজটা ঠিক করলেন না স্যার,,, এর অনেক বড় মাসুল দিতে হবে,,,,(সিনহার দিকে বাজে নজরে তাকিয়ে,,,)
তানভীরঃ আমার বোনের দিকে তাকানোর চেষ্টা করলে চোখ তোলে নিবো,,,(বৃষ্টি আর সিনহাকে ধাক্কা দিয়ে সরিয়ে গিয়ে রকির কলার ধরে উঁচু করে,,,কথাটা বলেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আমার কেবিনের দিকে যেতে লাগলাম,,,)

তমসাঃ(বারোটা বাজতে চললো এখনো মিটিং শেষ হচ্ছে না,,, এদিকে মাথাটা প্রচন্ড ঘুরছে,,,, মনে হচ্ছে বিপি কমে গেছে,,, গতকাল দুপুরে খাবার খেয়েছি,,,, রাতে মাথা ব্যাথা করছিলো বলে খাইনি,,, ভাইয়া জোর করলে বলেছিলাম ব্যাথাটা একটু কমলে একাই খেয়ে নিবো,,, পরে আর খাওয়া হয়নি তার ওপর সারারাত ঘুমাতেও পারিনি,,,)
রুপকঃ তমসা,,,,,,, (এই মেয়ে এমন ঢুলছে কেনো,,,?
তমসাঃ,,,,,,,,,
রুপকঃ তমসা,,,,,,, (একটু ধমক দিয়ে,,,)
তমসাঃ জ,,,জী স্যার,,,,?
রুপকঃ আর ইউ ওকে,,,,?
তমসাঃ ইয়েস স্যার,,, আই এম ফাইন,,,,।
রুপকঃ নেক্সট ফাইলটা দাও,,,,
তমসাঃ(তাড়াতাড়ি নেক্সট ফাইলটা এগিয়ে দিলাম,,,, মিটিং শেষ হলো একটার একটু পর,,,, এখন আমার দাঁড়ানোর শক্তিও নেই,,, ক্লাইন্ডরা চলে গেলে স্যার সব ফাইল গুছিয়ে নিতে বললেন,,)
রুপকঃ আজকে তোমার প্রথম ভুল,,,, তিনটা চান্সের মধ্যে একটা শেষ,,, আর দুটো ভুল করলে শাস্তিটা কী হতে পারে মনে আছে,,?
তমসাঃ জ,,,জী স্যার,,, চাকরিও হারাতে হতে পারে,,,।
রুপকঃ হুম,,,, চলো এখন,,,,।
তমসাঃ আ,,আপনি জান আমি আসছি,,,
রুপকঃ ওকে,,,,
তমসাঃ(স্যার এগিয়ে গেলে আমি উঠে দাঁড়ানের চেষ্টা করলাম,,,, কিন্তু পারছি না,,, উঠে দাঁড়াতেই মাথায় চক্কর দিয়ে উঠলো,,,, আবার বসে পড়লাম,,,, একটু পর কষ্ট করে আবার উঠলাম,,,, ধীরে ধীরে দুতলা থেকে নেমে এলাম,,, বারবার চোখ বন্ধ করে খুলছি,,,, চোখে সব ঝাপসা দেখছি ,,,, হাতের সব ফাইল পরে গেলো)
রুপকঃ( ফাইল পরার শব্দে পেছনে ঘুরে তাকিয়ে দেখি তমসা দু-হাতে মাথা চেপে ধরে ঢুলছে,,, যে কোনো সময় পরে যাবে,,, আরে,,, ফাইল পরার শব্দে আমার মতো ক্যাফের বাকি সবাই ওর দিকে তাকিয়ে আছে,,,, দ্রুত গিয়ে ধরে ফেললাম,,, সেন্সলেস হয়ে আমার বুকে ঢলে পড়লো,,,, আশেপাশের মানুষ দাঁড়িয়ে ফ্রী তে শুটিং দেখছে,,, অনেকে ছবিও তুলছে,,,)

চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com