কালো বউ । পর্ব -১৪
তানভীরঃ মিস বৃষ্টি,,,, (জোরে ধমক দিয়ে)
বৃষ্টিঃ ই,,,ইয়েস স্যার,,,,(অনেকটা ঘাবড়ে গিয়ে)
তানভীরঃ এটা ক্লাসরুম,,,,, কোনো পার্ক বা তোমার বাসার ড্রয়িংরুম নয়,,,, যা ইচ্ছে তাই করবে,,,(রেগে ধমক দিয়ে)
বৃষ্টিঃ ক,,,কিন্তু আমি কী করেছি স্যার,,,,?
তানভীরঃ তুমি জানো না কী করেছো,,,?
বৃষ্টিঃ নো স্যার,,,,,,,
তানভীরঃ ওকে তুমি কিছুই করোনি,,,,, আমি কী বলেছি সেটা বলো,,,,??
বৃষ্টিঃ ই,,,ইয়ে মানে স্যার,,,, আসলে শুনতে পাইনি,,,,
তানভীরঃ আমার কথা শুনতে কারো অসুবিধা হয়েছে,,,,?(ক্লাসের সবার উদ্দেশ্যে)
সবাইঃ নো স্যার,,,,,,,
তানভীরঃ তো মিস বৃষ্টি,,, সবাই শুনতে পেয়েছে,,,, কিন্তু তুমি শুনতে পাওনি,,,, কিছু যদি করে নাই করে থাকো তাহলে শুনতে পাওনি কেনো,,,,,,,??
বৃষ্টিঃ আমি রকির সাথে কথা বলছিলাম,,,,, (কোনো রকম ভূমিকা ছাড়া)
তানভীরঃ এটা কী তোমার কাছে পার্ক মনে হচ্ছে,,,?? (রক্ত বর্ণ চোখে তাকিয়ে)
বৃষ্টিঃ সরি স্যার,,,, ভুল হয়ে গেছে,,,, এরপর থেকে কথা বললে পার্কে গিয়েই বলবো,,,,
তানভীরঃ Whatttt,,,,,??
বৃষ্টিঃ কেনো স্যার,,,, পার্কে গিয়ে বললেও আপনার সমস্যা,,,,,?(একটু রেগে জোর গলায়)
তানভীরঃ জাহান্নামে গিয়ে বলো,,, আমার কী,,,? সবাই হোমওয়ার্ক করে আনবে,,,,(মাথা গরম হয়ে গেছে,,,, এতোটুকু বলেই ক্লাস থেকে বের হয়ে গেলাম,,,)
সিনহাঃ এটা কী হলো,,,, ভাইয়া এমন রেগে গেলো কেনো,,,,,??
বৃষ্টিঃ (মিস্টার তানভীর,,,, আপনি ফেসে গেছেন,,,, আমার ফাঁদে পা দিয়ে দিয়েছেন,,,, আসলে প্রবলেমটা কী বলুন তো,,,? আমি আমার মায়ের মতো সহজসরল হয়নি,,, ফুপির মতো জেদি আর একরোখা হয়েছি,,,, আমার যা চাই আমি তা আদায় করে নিতে জানি,,,,, তার জন্য নাহয় একটু রিস্ক নিলামই,,,, রহস্যময় হাঁসি দিয়ে,,,)
সিনহাঃ কী রে,,,, তুই কী ভাবছিস,,,? আর ভাইয়াকে রাগালি কেনো,,,?
বৃষ্টিঃ আমি কখন রাগালাম,,, (সরু চোখে তাকিয়ে) আমি তোর ভাইয়াকে বলেছি রেগে যেতে,,,,?
সিনহাঃ কিন্তু ভাইয়া রেগে কেনো গেলো,,,?
বৃষ্টিঃ এটা তো কেবল শুরু,,, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে,,,,
সিনহাঃ মানে,,,,,(হাবলার মতো তাকিয়ে)
বৃষ্টিঃ কিছু না,,, তুই এতো গাধী কেনো বলতো,,,? তোর মাথায় মনে হয় গোবর ছাড়া আর কিছু নেই,,,(বিরক্ত হয়ে)
সিনহাঃ একদম বাজে কথা বলবি না,,,,(রেগে)
বৃষ্টিঃ যেদিন আমার ভাইয়ার বিয়ের জন্য তোকে ইনভাইট করবো সেদিন সব বুঝবি,,,,
সিনহাঃ এতে বুঝার কী আছে,,,? ইনভাইট করবি গিফট দিয়ে বিয়ে খেয়ে আ,,আসবো,,, (অন্যমনস্ক হয়ে) এক মিনিট,, কার বিয়ের জন্য ইনভাইট করবি বললি,,?
বৃষ্টিঃ আমার ভাইয়া,,,, মানে রোদ চৌধুরী,,, এবার বুঝতে পেরেছিস,,, না না তুই এখনই বুঝবি নাকি,,, আমার ভাবি দেখে তবেই বুঝবি,,,
সিনহাঃ এ,,এতে বোঝার কী আছে,,,,? তোর ভাবি দেখবো এতে প্রবলেম কী,,,?
বৃষ্টিঃ তুই সত্যি গাধী,,,, আচ্ছা সিনহা তুই আমার সাথে একটা ডিল করবি,,,?
সিনহাঃ কীসের ডিল,,,(অবাক হয়ে তাকিয়ে)
বৃষ্টিঃ আরে এটা কোনো বিজনেস ডিল না,,, আমি আমার ভাইয়াকে দিয়ে দেবো তোকে,,,, তুই শুধু আমাকে একটু হেল্প কর তোর ভাইয়াকে পেতে,,,
সিনহাঃ আমার ভাইয়া আছে,,, তোর ভাইয়াকে নিয়ে আমি কী করবো,,,?
বৃষ্টিঃ হায় খোদা,,,, হয় আমাকে তোলে নাও,,, নাহলে দড়ি ফালাও এই গাধীকে তোলে দিই,,,, না বাবা এই গাধীকে কিছু করলে ভাইয়া আবার আমাকে আস্ত রাখবে না,,,,,(বিড়বিড় করে)
সিনহাঃ কী বলছিস বিড়বিড় করে,,,?
বৃষ্টিঃ কিছু না,,,, ইংলিশ ম্যামের পড়া শিখেছিস,,,,?
সিনহাঃ না,,,(মাথা চুলকে)
বৃষ্টিঃ তাড়াতাড়ি শিখ,,,, নাহলে অনেকগুলো কথা শুনিয়ে দিবে,,, ওহ্ সরি তোকে তো আবার কিছু বলে না,,, তোর ভাবি হবে বলে,,(বিড়বিড় করে)
সিনহাঃ তুই আবার কী বিড়বিড় করছিস,,,?
বৃষ্টিঃ কিছু না,,,, তাড়াতাড়ি পড়া শেষ কর,,, আজ তোর ভাই আগেই ক্লাস থেকে চলে গেছে,,, ম্যাম আসতে সময় আছে এখনো,,,,
সিনহাঃ ঠিক আছে,,,,,
★★★
তমসাঃ (আমি কী হাসার মতো কিছু বলেছি,,,? বুঝতে পারছি না স্যার এমন বাঁকা হাসছেন কেনো,,? তবে হাসিটা দেখার মতো,,, উনি যেমন ভয়ংকর সুন্দর দেখতে,,,, উনার হাসিটা উনার থেকেও বেশি ভয়ংকর সুন্দর,,,,)
রুপকঃ ( এমন কাউকেই খুজছিলাম,,,, এই পর্যন্ত যতো জনকে এই পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে সবাই আমার কথায় তাল মিলিয়ে গেছে,,,, সেটা ভুল হোক বা ঠিক,,,, বুঝতে না পারলেও আমার কাছে জিজ্ঞেস করার সাহস করেনি,,, তবে আপনি সেটা করে ফেলেছেন,,,,। দেখা যাক কতটুকু টিকে থাকেন,,,,) কোথায় বুঝতে পারছেন না,,,,??
তমসাঃ আমি এর কিছুই বুঝতে পারছি না,,,
রুপকঃ ঠিক আছে,,,, আমি আপনাকে প্রথম থেকে সব বুঝিয়ে দিচ্ছি,,,, তবে এই একবারই বুঝাবো,,, তাই মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করুন,,,,
তমসাঃ ঠিক আছে স্যার,,,,(স্যার প্রথম থেকে খুব সুন্দর করে সব বুঝাতে লাগলেন,,,, এতো সহজ মন হচ্ছে এখন,,, নিজেকে গাধী মনে হচ্ছে না বুঝার জন্য,,, কেনো যেনো হঠাৎ করেই মনে হলো স্যারের কোনো ভার্সিটির টিচার হওয়া প্রয়োজন ছিলো,,,,)
রুপকঃ বুঝতে পেরেছেন,,,,,?
তমসাঃ জী স্যার,,,আপনার টিচার হওয়া প্রয়োজন ছিলো,,,(হাসি মুখে)
(এই কথা শুনে হঠাৎ করেই রুপকের মুখের রং বদলে গেলো,,, চোখ মুখ কেমন লাল হয়ে গেলো,,, তমসা হঠাৎ করে রুপকের এতো পরিবর্তন দেখে ঘাবড়ে গেলো,,,)
তমসাঃ Are you ok,,,sir,,,?
রুপকঃ Go back to your work,,,, (গম্ভীর গলায়)
তমসাঃ but,,,,,
রুপকঃ I say go,,,,you didn’t hear,,,, (অনেক জোরে ধমক দিয়ে)
তমসাঃ (উনার ধমক শুনে কেঁপে উঠলাম,,, শুধু আমি না হয়তো সারা অফিস কেঁপে উঠেছে,,, তাড়াতাড়ি বের হয়ে আসলাম স্যারের কেবিন থেকে,,,, ভয়ে এখানো হাত-পা কাপছে আমার,,, কী এমন বললাম যে এতো রেগে গেলো,,,?)
রুপকঃ(পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে উঠলো,,, চোখের সামনে ভেসে উঠলো অতীতের কিছু স্মৃতি,,,,)
★★★
তানভীরঃ এই রুপক আজ যাবি,,,,?
রুপকঃ হ্যাঁ যাবো তো,,,, ক্লাস শেষ হোক তারপর যাবো,,,,
তানভীরঃ বাবা আজকে আমাকে টাকা দেয়নি,,,, আমি কিন্তু টাকা দিতে পারবো না আজ,,,,
রুপকঃ আরে লাগবে না,,, আমার কাছে অনেক আছে,,,, আমার টাকায় হয়ে যাবে,,,,
তানভীরঃ এটাই তো শেষ ক্লাস,,,,
রুপকঃ হ্যাঁ,,,, আজকে কিন্তু আমি ম্যাথ পড়াবো আর তুই ইংলিশ,,,,।
তানভীরঃ কেন,,,? ইংলিশ তো প্রতিদিন তুই পড়াস আর ম্যাথ আমি,,,
রুপকঃ আমার আজ ইংলিশ পড়াতে ইচ্ছে করছে না,,,
তানভীরঃ ওকে ঠিক আছে,,, তোর যেটা ইচ্ছে সেটাই পড়াস,,,
রুপকঃ(ক্লাস শেষে সবার আগে দৌড়ে আমি আর তানভীর বের হয়ে গেলাম,,, স্কুলের পাশের লাইব্রেরি থেকে চক আর পাশের দোকান থেকে কিছু খাবার কিনে নিলাম,,,, তারপর পার্কের ভিতরে ঢুকে গেলাম,,,, বট গাছের নিচে আমাদের সব বন্ধুরা বসে আছে,,,, খাবারগুলো ওদের দিয়ে দিলাম আর সবাই মিলে খেয়ে নিলো,,,, আসলে স্কুল শেষে আমি আর তানভীর কিছু ফুটপাতের ছেলে মেয়েদের পড়াই,,, স্কুলে আমরা যা শিখি ওদের এসে সেটাই শেখায়,,,, আমি আর তানভীর দুজনেই অনেক ভালো স্টুডেন্ট,,, তাই পড়াতে পারি,,, পড়ানো শেষে বাড়ি ফেরার জন্য বের হলাম,,,)
তানভীরঃ আচ্ছা রুপক,,,, তুই বড় হয়ে কী হবি,,?
রুপকঃ তুই যা হবি,,, আমিও তাই হবো,,,,
তানভীরঃ আমি তো বড় হয়ে টিচার হবো,,, ম্যাথ টিচার,,,, (ভাব নিয়ে)
রুপকঃ তাহলে আমিও ইংলিশ টিচার হবো,,,, তুই আর আমি একসাথে অনেক স্টুডেন্ট পড়াবো,,, (খুশি হয়ে)
তানভীরঃ প্রমিস,,,,,,?
রুপকঃ প্রমিস,,,,,,?
★★★
রুপকঃ(আমি তোর কথা রাখতে পারিনি,,,, কিন্তু তুইও তোর কথা রাখিসনি তানভীর,,, তুই বলেছিলি সারাজীবন আমার পাশে থাকবি,,, বন্ধু হয়ে,,, ভাই হয়ে,,, কিন্তু তুই একটা খুব সামান্য কারণে আমার পাশে থেকে সরে দাঁড়িয়েছিলি,,, রাখিসনি নিজের কথা,,, ঐ মেয়েকে আমি কোনোদিন মাফ করবো না,,, আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু,,,,, আমার ভাই,,, তাকে কেড়ে নিয়েছে,,,, এই মেয়েকে তো আমার সামনে আসতেই হবে,,, সেটা আজ হোক বা কাল,,,,,,)
তমসাঃ (বারোটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে,,, কিন্তু স্যারের কেবিনে যাওয়ার সাহস হচ্ছে না আমার,,,, যদি এখনো রেগে থাকেন,,,,? তবে আর দেরি করা যাবে না,,,, যে হোটেলে মিটিং আছে সেখানে যেতেও দশ মিনিট লাগবে যদি জ্যাম না পরে,,, আর যদি জ্যাম পরে তাহলে,,,,,? আর চিন্তা ভাবনা বাদ দিয়ে স্যারের কেবিনে নক করলাম,,,,) May i come in,,,,, sir,,,?
রুপকঃ yes,,,,,, (গম্ভীর গলায়)
তমসাঃ (স্যার নিচের দিকে তাকিয়ে আছেন,,, ভয়ে আমার হাত পা কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে,,,,) স্যার বারোটা বাজতে আর পনেরো মিনিট বাকি,,,
রুপকঃ(ঘড়ি দেখে তারপর তমসার দিকে তাকালাম) পনেরো নয়,,, বারো মিনিট বাকি,,,
তমসাঃ(স্যার আমার দিকে তাকাতেই ভয়ে চমকে উঠলাম,,,, চোখগুলো রক্তলাল হয়ে গেছে,,,, ভয়ংকর লাগছে দেখতে,,,, আবার রেগে গেলেন নাকি লেট করে বলায়,,?)
চলবে,,,
No comments
info.kroyhouse24@gmail.com