Breaking News

মনের কথা বলে দেয়াই ভালো

গোসলের পর কাপড় শুকাতে দিতে এসেছিলো উপমা ।
আমি তখন তার সৌন্দর্যের রং মনের মাঝে লালন করে নিয়েছি ।
মেয়েটা আমাকে দেখেনি , তবে আমি দেখেছি লুকিয়ে নির্জনে বসে নির্লজ্জের মত চেয়ে থেকে ।
ডেব ডেব করে তাকিয়ে ছিলাম তার যৌবনের গঠন দেখে । মনে হয়েছিল এই বুঝি তার যৌবন অঙ্গ বেয়ে বেয়ে পরবে । না সেরকম না , খুব ভালোভাবেই নিজেকে সামলে নিলো উপমা ।
ভাবছি কিছুদিন এর ভিতর আমার মনে জমে থাকা ভালোবাসার কথা বলে দিবো ।
তা আর হলো না ।
কয়েকদিন যাবত দেখছি না তাকে । মনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে , অস্থিরতা অনুভব করছি ।
আজ দেখলাম তাকে , বাড়ির ছাদে আবার কাপড় শুকাতে দিতে এসছে । আজ আর একা নয় পেছন থেকে কে যেনো ঝাপটে ধরে আছে ।
সে আর কেউ নয় “উপমার” বিয়ে করা হাসব্যান্ড । ওর সহ সঙ্গি ।

No comments

info.kroyhouse24@gmail.com