১৪ ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা
শুরুতেই বলে রাখি ১৪ ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস সেটা মুসলমানদের জন্য না।।
ইসলাম ধর্মের বাহিরে যে দিবস গুলো রয়েছে এর মধ্যে কোনো দিবস ই মুসলমানদের জন্য নয়।।
এখন আসি আসল কথায়, ফেব্রুয়ারির ৭-১৪ তারিখের মধ্যে যে ব্লাল ডে গুলো রয়েছে সেগুলো মুসলমানদের জন্য নয়।। তাহলে কেন আমরা মুসলমান হয়েও এইসব ব্লাল ডে নিয়ে অযথা কয়েকটা লাইক পাওয়ার জন্য ফেবুতে পোস্ট করে যাচ্ছি.? আবার অনেকে তো রোজ ডে তে পোস্ট করে বলেছে গোলাপটা শুধু মায়ের জন্যই, আবার অনেকে দেখলাম প্রমিস ডে তে পোস্ট করেছে, চলেন এই প্রমিস ডে তে প্রমিস করি যে আমরা জীবনেও আমাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাব না।।
তো যাদের Gf-Bf আছে তারা এই ডে গুলোতে ওদের সাথেই কাটিয়েছে।
আর যাদের এইসব নেই তারা এই ডে গুলোতে মায়ে নিয়ে পোস্ট করে কাটিয়েছেন।।
আমি তাদেরকে বলবো আপনাদের মায়ের প্রতি আপনাদের বিন্দু পরিমাণও ভালোবাসা নেই।।
শুধু সবার দেখাদেখি আপনিও মায়ে নিয়ে জাস্ট একটা পোস্ট করে মা প্রেমিক হয়ে গেছেন।।
মায়ের প্রতি যদি আপনার সত্যিকারের ভালোবাসা থাকতো তাহলে ফেবুতে এইসব ব্লাল ডে তে ব্লাল মার্কা পোস্ট করে মায়ের ভালোবাসা প্রকাশ করতেন না।।
মায়ের ভালোবাসা প্রকাশ করতে কোনো ডে লাগে না কোনো বিশেষ দিন লাগে না।।
মায়ের ভালোবাসা প্রকাশ করার হলে প্রতিদিনই করা যায়।
আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, রোজ ডে তে আপনারা কয়জন মাকে গোলাপ দিয়েছেন.?
ধরলাম দিলেন তো এতেই কি মায়ের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পেয়ে গেল.?
আর প্রমিস ডে তে আপনারা কয়জন মায়ের হাতে হাত রেখে বলেছেন,
মা আমি কথা দিলাম জীবনে কখনো তোমার অবাধ্য হব না,
কখনো তোমার কোনো কথা ফেলবো না,
যাইহোক না কেন কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাব না।।
কয়জন বলেছেন মাকে এইসব.? ১০০ জনের মধ্যে ১ জনও বলেছেন বলে তো মনে হয়না।।
অথচ ফেবুতে এইসব কথা ঠিকই পোস্ট করছেন।।
এখন বাকি রইলো আসল ব্লাল ডে (১৪ ফেব্রুয়ারি)।
অনেকে তো ইতিমধ্যে পোস্টও করতেছে যে, বোন একটা কথা রাখবি,
কথা দে ১৪ ফেব্রুয়ারির দিন তুই ঘর থেকে বের হবি না (ইহা একটা আন্তর্জাতিক ন্যাকামির পোস্ট)।।
আরে ভাই ১৪ তারিখ যার ঘর থেকে বের হওয়ার ইচ্ছা থাকবে সে এমনিতেই বের হবে,
হয় Bf এর সাথে টাইম কাটানোর জন্য, নাহয় নিজের ব্যাক্তিগত দরকারে।।
তাদেরকে আপনারা হাজার বারণ করেও ঘরে রাখতে পারবেন না তাহলে কেন এইসব ব্লাল মার্কা পোস্ট করে যাচ্ছেন.?
যাইহোক অনেক কথা বলে ফেলেছি আর বেশি কিছু বলতে চাইনা।।
যারা একটু ভালো মন মেজাজের,
ইসলাম সম্পর্কে যাদের একটু হলেও জ্ঞান আছে আশা করি তারা আমার কথাগুলো বুঝবে।।
আর যেসব আবাল গুলো এইসব ব্লাল ডে নিয়ে পোস্ট করে যাচ্ছে তাদেরকে হয়তো কোনোভাবেই কথাগুলো বুঝানো যাবে না।
আর লেখাগুলোর মধ্যে খারাপ ভাষা একটা ব্যবহার করেছি সেটা হলো ব্লাল (আসলটা আমি লিখি না এটাই লিখি)।। এইসব ডে নিয়ে পাবলিকদের পোস্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি তাই অনেকটা রাগের বশেই লেখাগুলো লিখেছি আর তাই ওই শব্দটাও ব্যবহার করতে হয়েছে নাহলে মনের খায়েশ মিটবে না।
আপনাদের সবার কাছে শেষ একটাই চাওয়া এতোদিন যা পোস্ট করেছেন, করেছেন ব্যস আর নয়, ১৪ ফেব্রুয়ারিতে অন্তত আর কোনো ধরণের ব্লাল মার্কা পোস্ট করিয়েন না প্লিজ।।
বিঃদ্রঃ ত্যাড়া মানুষদের সোজা করার জন্য এই পোস্টটা করেছি
No comments
info.kroyhouse24@gmail.com