কষ্টের পরিসীমা
কন কনে শিতে মধ্যো রজনী তে একা থাকতে ই সুখ পাও ,
সেই অনুভূতিকে কি বলবে তোমরা ?
রক্তিম রং ধারণ করা চাঁদ যখন একটু আলো দেয়
যে আলোতে তুমি তখন পথ দেখো ।
সেই আলো কে কি বলবে তোমরা ?
কড়ই গাছের টপ টপ করে গাঁয়ে পরা শিশির ,
শিতল অনুভূতিও মনের রং পাল্টায় ।
সেই শিশির কে কি বলবে তোমরা ?
মধ্যো রজনীতে প্রতিটি বাড়ির লাইট দেখে তোমার বসে থাকা
একাকিত্ব মনের মধ্যে যে প্রশ্ন জাগে ।
সেই প্রশ্ন কে কি বলবে তোমরা ?
মৃদু হেসে যখন তাঁরা গুলো তার অবস্থান জানায় ।
সেই বার্তা কে কি বলবে তোমরা ?
তোমরা কি বলবে জানিনা !
তবে আমি বলবো এযে এক কষ্টের পরিসীমা ।
যার সুখ মনের অন্তরালেই একা একা অনুভবে ।
No comments
info.kroyhouse24@gmail.com