ভালোবাসার এ্যাডভাইস। লেখা- হিমাদ্রি হিমু
সম্পর্কে রাগ অভিমান না থাকলে সম্পর্ক পরিপূর্ণতা পায় না।
তোমার প্রিয় মানুষটা যখন অভিমান কিংবা রাগ করে তোমার সাথে দুদিন কথা বলা বন্ধ করে দেবে,
তুমি তখন বুঝতে পারবে তোমার ভিতরে কতটা জুড়ে সে মানুষটা লেপ্টে আছে।
মানুষটার অভিমানে তোমার ভিতরে থাকা তার প্রতি ভালোবাসা ফুঁসে উঠবে,
তোমার মগজে তাণ্ডব চালাবে তার শূন্যতা।
যে মানুষটাকে দিনের-পর-দিন ভালোবেসে যাচ্ছ,
সে মানুষটার সামান্য কটু কথাও তোমাকে দারুন ভাবে আহত করবে,
তোমার মুখে অরুচি নেমে আসবে, রাতের ঘুম চোখ থেকে সরে যাবে,
নোনা পানিতে নালিশে ভরা বালিশের কভার ভিজে যাবে।
অথচ অন্য মানুষের বলা কয়েকগুণ বেশি কটু কথা শুনেও তুমি দিব্যি হেসে উঠবে,
তখন তোমার কোন কষ্ট হবে না।
মানুষ অদ্ভুত প্রাণী, তারা সব সময় প্রিয় মানুষের কাছে ভালোবাসা চায়,
তারা প্রিয় মানুষের কটু কথা হজম করতে পারে না।
তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ভালোবেসে মিষ্টি করে কথা বলবে,
তখন তোমার কাছে মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে সুখময় সময়টা পার করছো।
আবার যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ধমক দিয়ে কথা বলবে,
তখন তোমার মনে হবে তোমার ভিতরে মহাপ্রলয় তাণ্ডব চালাচ্ছে।
ভালোবাসার নগরে পা’রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও,
ভালোবাসায় যেমন তুমুল সুখ থাকে, ঠিক তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও ভালোবাসা’ই সৃষ্টি করে।
No comments
info.kroyhouse24@gmail.com