Breaking News

অবহেলার ভালোবাসা

তার আর আমার প্রেম ছিলো! আমার আর তার মাঝে প্রেম ছিলো – যত্ন আর ভীষণ অবহেলার।আমার যত্ন পেয়ে শিখে গেছে- কি করে অবহেলায় প্রেমের দিন শেষ করা যায়।বহু দিন কেটে গেলে আমার মুখ যখন জোছনা রাত থেকে সূর্যোদয়ের দিকে!তখন তার হৃদয়ে হিমালয়ের মতো প্রেম জেগে উঠেছে-পামিরের মতো, ইলিশের মতো রূপালী।আমাকে যে অবহেলা শিখিয়ে গেছে,মানুষের হৃদয়ের গান লিখে এক সন্ধ্যায় নিজের দিকে তাকালাম।এ সময় কোন এক তরুনী বলে ওঠে -কবি! মানুষের হৃদয়ে ভালোবাসা নেই জানো?তোমার মতো মূল্যহীন কবি’কে বহু জনে মিথ্যা- আশ্বাসের সুর দিয়ে যাবে – জানো বা না মানো! তরুণীর কথা তরুনীর হৃদয়ে রয়েছে গেছে ভূমিহীন কৃষকের মতো করে চলে গেছে সে।জানে না সে কতোটা প্রতাপের মাঝে আমার বসবাস।সে’ও হয়ত কোন মিষ্টি জামিরের বনে পথ ভুলে চলে গেছে?আমার আর তার মাঝে ভালোবাসা ছিলো যত্ন আর ভীষণ অবহেলার !

No comments

info.kroyhouse24@gmail.com