তুমি যদি আসতে আমার কাছে!!
তোমার কাছে চেয়েছিলাম ভালোবাসা
নিরাশ হলো সে আশা
আমার কাছে হলো না যে তোমার আসা।
তোমার জন্যই ভাসিয়েছিলাম পানসি নাও
কস্তুরি সব ভেসে গেছে তুললে না যে
নাও মাঝ দরিয়া উথাল পাথাল সেকি তুমি জানতে পাও।
তোমার জন্যেই এনেছিলাম রক্ত চাঁপা ফুলখোঁপায় সে ফুল না পরে করেছিলে ভুল
তোমার জন্যেই মন যে হয়েছিল আকুল।
আসতে যদি কপালে তোমার রূপচন্দনের টিপ দিতাম গাল ভর্তি আবির দিতাম।
গোলাপ ঠোঁটে চুমো দিতাম।
লোধ্ররেনুর সুবাস দিতাম। ভালোবেসে বুকে নিতাম।
তোমার পথেই সকাল সন্ধ্যা চেয়ে থাকি
রোদ্র দুপুরে মাথা পুড়ে হাঁটতে থাকি
তোমার জন্যেই স্বপ্ন দুয়ার খুলে রাখি।
#কোয়েল তালুকদার
নতুন নতুন কবিতা ও ভালোবাসার গল্প পড়তে আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন। কারন আমরা সব সময় নতুন গল্প – জীবনের গল্প, বিরহের গল্প, বাস্তব ঘটনা সহ সকল প্রকার গল্প পোস্ট করে থাকি।
No comments
info.kroyhouse24@gmail.com