Breaking News

অভিশপ্ত হাসি

আমার হাসিতে মুগ্ধতা পাওয়া তো বিরল কিছু নয়,

তবে আমি চাই তুমি আমার হাসিতে বিষন্ন হয়ে পড়।

আমার হাসির ভাজে তোমার আর্তনাদ দেখতে চাই।

চাই আমার হাসির শব্দ তোমার অনিদ্রার কারণ হোক।

আমার হাসিতে যেনো তোমার মন আমাকে হারানোর আকুলতা প্রকাশ করে।

আমার হাসিতে মুগ্ধ তো সবাই হয়,

কিন্তু আমি চাই এই হাসিতে জ্বলে যাক তোমার ভেতর স্বত্তা।

যে হাসি একসময় ছিলো তোমারও মুগ্ধতার কারণ,

সে হাসি ই যেনো তিলে তিলে ছারখার করে তোমায়।

আমার হাসিতে তুমি নিজ পোড়া গন্ধ পাবে।

আমি না হয় সুহাসিনী হয়ে হেসেই গেলাম,

আর তুমি সে হাসিতেই পুরে ছাই হবে।


তুমি
 
আমি কবি তাই লিখি কবিতায় তোমারই নাম,
ঝোড়ো বাদলায় রাঙা সন্ধ্যায় তুমি শিরোনাম।
তোমারই তাসবীরে লেখা আমার গান কবিতা,
তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার একেবারে বৃথা।
প্রখর রোদে বৃষ্টি হয়ে তুমি দূর করো মোর তৃষ্ণা,
তুমি পাহাড় বনে বয়ে চলা মিষ্টি পানির ঝরনা।
তুমি মেঘের দেশের রাঙা ফুলপরী রাজকন্যা,
তুমি গভীর নদে পাওয়া হীরা, চুনি আর পান্না।
আমার যখন কষ্ট ছিল তুমি এনেছো সুখ,
সারা দিনরাত চোখে ভাসে শুধু তোমারই মুখ।
তুমি আমার মুখের হাসি যখন ছিল কান্না,
তুমি আমার বাঁচার কারণ মৃত্যু যে আর চাই না।
তুমি যখন ডাকো আমায় আনন্দে আটখানা হই,
তুমি আমার রক্ত গোলাব লাল রাঙা ফুল জুঁই।
খোদার দরবারে চাই শুধু তোমারে তোমারেই চাই,
তোমারই পাশে রবো বেঁচে থাকি যেটুকু সময়।
জানো না কত বেশী ভালবাসি আমি যে তোমায়,
তোমারই স্বপ্নে প্রতিরাতে আমি তোমাতেই হারাই।
তোমারই সাথে থাকি যখন জান্নাতে আছি মনে হয়,
সারা জীবন এভাবেই থাকার দুআ করি সবসময়।

No comments

info.kroyhouse24@gmail.com