Breaking News

তুমি তো আস্ত মানুষ একটা

সামান্য একটা টিপ পড়ার পরও সেটা আবার যত্ন করে রাখি,

তুমি তো গোঁটা একটা মানুষ,

আর তুমি বলো,তোমার যত্ন নিতে পারবো না??

আলমারিতে সব কাপড়্গুলো সুন্দর করে গুছিয়ে রাখি,

আর তুমি বলো,তোমার জীবন গুছাতে পারবো না??

কোন তরকারিতে কি লাগবে সেটা আগে থেকেই বুঝে যাই,

আর তুমি বল,তোমার মন বুঝতে পারবো না??

কলমের উপর বিশ্বাস করে পরীক্ষার হলে যাই,

আর তুমি বলো,তোমায় বিশ্বাস করতে পারবো না??

শাড়ীর কুচিঁগুলোকেও আগলে আগলে হাঁটি,আর তুমি বলো,

তোমায় আগলে রাখতে পারবো না??

বিড়ালটাকে চোখের আড়াল হতে দেই না,

আর তুমি বলো,সারাজীবন তোমায় চোখে চোখে রাখতে পারবো না??

চুলের খোঁপাটাও শক্ত করে বেধে রাখি,

আর তুমি বলো,তোমায় বেঁধে রাখতে পারবো না??

সামান্য মেকাপের সামগ্রীতে আমার মন আটকে থাকে,

আর তুমি বলো,তোমায় মনে আটকে রাখতে পারবো না??

এসব তো সামান্য ব্যাপার মাত্র, তাতেই আমার এতো টান।

তুমি তো আস্ত মানুষ একটা, আর তুমি বলো,

তোমায় ভালোবাসতে পারবো না??

No comments

info.kroyhouse24@gmail.com