Breaking News

বাস্তবতা বড়ই কঠিন

তোমাকে আটকে রাখা সে আর কি,

ঝড়ের প্রবল বেগে নিজেকে স্তব্ধ রাখা তার চেয়েও কঠিন।

বাস্তবতা বড়ই কঠিন।তোমার সাথে সাক্ষাতের আনন্দ সে আর কি,

অনেক সময় পর প্রিয় মানুষকে দেখেও কথা না বলতে পারার বেদনা আরও কঠিন।

তোমার কাছ থেকে কয়েক মাইল দূরে থাকা সে এমন কি,

গন্তব্যে পৌছাঁতে পারবে কিনা তা না জেনে সমুদ্র পারি দেওয়া আরও কঠিন।

তোমার বিচ্ছেদের আঘাত সে এমন কি,জীবন যুদ্ধে লড়তে গিয়ে হোচঁট খেয়ে পড়ে যাওয়ার যন্ত্রণা আরও কঠিন।

বুঝলে বাস্তবতা বড়ই কঠিন।

ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসার প্রমাণ দেওয়া সে আর কি,

তাকে ভালোবাসার পরিণতি অব্ধি নিয়ে যাওয়া আরও কঠিন।

আমি তোমার অতীত বলে নামের শেষে পদ জুড়ে দাও প্রাক্তন,

সে আর কি,নতুন কাউকে তোমার মতো আঘাত দেওয়ার সাহস দেয়া তার চেয়েও কঠিন।বুঝলে,,বাস্তবতা বড়ই কঠিন।।

নতুন নতুন সব ভালোবাসার সমসাময়িক বিষয়ের উপর আমরা গল্প লিখে পোষ্ট করে থাকি। ভালোবাসার গল্প, কবিতা, বিরহের গল্প, হাসির গল্প, গোপালভাড়, বল্টুর গল্প সহ সকল প্রকার মজার সব গল্প পাবেন আমাদের এই ওয়েব সাইটে। যা আমরা একদল মডারেটর পোষ্ট করে থাকি আপনাদের আনান্দ দেয়ার জন্য।

নতুন নতুন সব ভালোবাসার সমসাময়িক বিষয়ের উপর আমরা গল্প লিখে পোষ্ট করে থাকি। ভালোবাসার গল্প, কবিতা, বিরহের গল্প, হাসির গল্প, গোপালভাড়, বল্টুর গল্প সহ সকল প্রকার মজার সব গল্প পাবেন আমাদের এই ওয়েব সাইটে। যা আমরা একদল মডারেটর পোষ্ট করে থাকি আপনাদের আনান্দ দেয়ার জন্য।

No comments

info.kroyhouse24@gmail.com