Breaking News

তোমার রাত্রি যায় ঘুমের শহরের


তোমার রাত্রি যায় ঘুমের শহরের পরীদের সাথে আড্ডা দিয়ে,

আর আমি নির্ঘুম রাত্রি যাপন করি।

তাল মিলিয়ে সুখভরা কন্ঠে গান গাও তুমি,

আর বুক ভরা কষ্টে অগণিত স্বপ্ন বুনি আমি।

বেদনার রং তোমায় ছুঁতে ভয় পায়,

আর আমাতে বসবাস তাদের।।

তোমার ভেতর সুরেদের গুঞ্জন,

আমার ভেতর আত্মচিৎকার কাদের?

নতুন ভোরে সূর্য ভাঙায় তোমার ঘুম,

আর আমি পাহাড়া দেই সূর্যকে।

তুমি মেতে থাকো খুব,আর আমি একলা ভিজি বৃষ্টিতে।

সন্ধ্যা নেমে এলে তুমি তোমার ঘরকে করো আপন,

আমি নিখোঁজ হই তোমার শহরে।

হাজারো মানুষের মিছিলে তুমি হও অন্যতম,

আর আমি তোমায় ঘিরে পরিনত এক ক্ষুদ্র অস্তিত্বে।

এমন সকল প্রকার কবিতা ও ভালোবাসার গল্প পেতে হলে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত ভালোবাসার গল্প, বিরহের গল্প, ও সকল প্রকার কবিতা জীবনের গল্প, বাস্তবতা নিয়ে কিছু কাহিনি। ভুতের গল্প , রোমাঞ্চকর ও সদ্য প্রেমের কিছু বিষয় নিয়ে আমার আমাদের ওয়েব সাইটি সাজিয়েছি। এছাড়াও পাবেন – কুরিয়ার ইনফরমেশন সহ ট্রাভেল ইনফরমেশন। লাভ ইস্টোরি বিডিতে।

No comments

info.kroyhouse24@gmail.com