Breaking News

অধিকারহীন তুমি


তোমাকে ভালোবাসার অধিকার না, শুধু তোমাকে আমার পাশে চাই।

হাত ধরে অঙ্গীকার না,চাই তোমার হাতের আঙুল ধরে চিমটি কাটার অধিকার।

নিজ নিজ জীবনে ব্যস্ত তো সবাই, তবুও সেই ব্যাস্ত সময়ের একটু তোমার একান্ত ব্যস্ততা হতে চাই।

রাতের গভীরে আমাকে হারানোর চিন্তার কারণ না,সারাজীবন, সব সময় পাশে ছায়া হয়ে থাকতে চাই।

ভালোবাসি নাই বা বলা হলো,তবে মনের গভীরের একটু কোন তোমার জন্যে রাখতে চাই।

তোমার সাথে প্রেমালাপ করতে না,একটু খুনসুটিময় মুহূর্ত চাই।

“ভালোবাসি” না, “পাশে আছি” বলতে চাই।

যাক না জীবন নিজের মতো,দুরত্ব রেখেও কাছে চাই।

নাই বা হলাম তোমার হাসির কারণ, কিন্তু দুঃখকে হাজার মাইল দূরে রাখতে চাই।

তুমি বা আমি চলে যাই যে যার মতো,শুধু জেনে রেখো, তোমার দুরত্বেও তোমায় কাছে পাই।

No comments

info.kroyhouse24@gmail.com