তোমার ইচ্ছেয় সাজানো আমি
তুমি বলেছিলে আমার কানের অই রুপালি ঝুমকোটা তোমার খুব প্রিয়,
তাই মরিচিকা ধরা সেই ঝুমকো আজও আমার ড্রয়ারে সাজানো।
তুমি বলেছিলে আমার গালের টোলে যেনো আর কারো নজর না লাগে,
তাই আজ আমি হয়েছি মুখোশধারী।
তুমি বলেছিলে আমায় নীল শাড়িতে খুব মানায়,
তাই আজ আমার আলমারি ভরা নীল শাড়ি।
তুমি বলেছিলে টিপ টা বাকা হলে ঠিক করে দেবে আজীবন,
তাই আমি আজও সেই আশায় ইচ্ছে করেই বাঁকা টিপ পড়ি।
তুমি বলেছিলে আমার হাসিতে কাটিয়ে দিতে পারবে হাজার যুগ,
তাই আমি আজও অনিচ্ছায় হেসে যাই।
তুমি বলেছিলে তোমার সেকেলে ছবি বড্ড ভালো লাগে,
তাই আজ আমার পৃথিবীটাই সাদা-কালো।
আরও হাজার কথা বলছিলে তুমি,মনে আছে কি প্রিয়?
No comments
info.kroyhouse24@gmail.com