Breaking News

অদ্ভুতুরে আমরা

যখন যাকে চাই তাকে না পাই তাতে বড্ড বিরহ আমাদের,

আর যখন যাকে চাই তাকে পেয়ে যাই তখন অন্যকোনো অস্তিত্ব খুঁজে পাই নিজেদের।

অদ্ভুত প্রাণী আমরা, নিজেরা কি চাই সেটা নিজেরাই জানি না।

অন্যতে হয়ে যাই মগ্ন,পানি ছাড়াই আমরা ডুবন্ত।

অদ্ভুত আমরা, বড়ই অদ্ভুত, খুঁজি নিজের স্বার্থ, আর যে যেভাবে থাকুক।


ভালোবাসো আমায়
 
“ধরো তুমি আমার খুব ভালো বান্ধবী,
তুমি ফেসবুক মেসেঞ্জার চালাচ্ছো-
হঠাৎ করে মেসেঞ্জারে বললাম- ভালোবাসো?
তুমি কি রাগ করবে?
নাকি মেসেঞ্জারে লাভ স্টিকার আর লিখে বলবে- ভালোবাসি…ভালোবাসি…!
ধরো তুমি মায়ের সাথে রান্নার কাজ করছ,
তখন আমি ফোন দিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি বিরক্ত হবে?
নাকি একটু মায়ের আড়ালে যেয়ে বলবে-ভালবাসি… ভালবাসি…!
ধরো তুমি তোমার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো,বাহন পাওয়া যাচ্ছে না,
হঠাৎই দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাসো?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার এবং তোমার বান্ধবীদের সবার দিকে তাকিয়ে হাতে হাত রেখে বলবে- ভালবাসি…ভালবাসি…!
ধরো বন্ধু বান্ধবীরা সবাই মিলে পিকনিকে গিয়েছি,
ওখানে আবেগীয় ও উত্তর কুইজ খেলা হচ্ছে,
অজান্তেই আমার ভাগ্যে তোমার নাম,
আমি তোমাকে প্রশ্ন করলাম- ভালোবাসো?
তুমি কি রেগে গিয়ে খেলা থেকে উঠে যাবে?
নাকি একটু মুচকি হেসে প্রতি উত্তরে বলবে ভালবাসি… ভালবাসি…!
বেশ কয়েকদিন কথা হয়না,
ধরো একদিন তো তোমার খুব জ্বর,
বাসায় আন্টি নাই, আশেপাশে কেউ নাই,
হঠাৎই আমি তোমার বাসায় যায়,
দেখি জ্বরে কপাল পুড়ে যাচ্ছে,
মুখের রুচি নেই, নেই কথা বলার অনুভুতি।
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাসো?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি… ভালোবাসি…!
আজ তোমার দুটি আঁখি তে আমার আঁখি মিলিয়ে বলছি ভালোবাসো?
তুমিকি রাগান্বিত ভাবে আমার দিকে তোমার আঁখি বড় করবে?
নাকি তুমি আমাকে আলদো জড়িয়ে ধরে বলবে ভালোবাসি…ভালোবাসি…!
তোমাকে বড্ড বেশি ভালোবাসি।
 
লেখক-বাসিত আফসান

No comments

info.kroyhouse24@gmail.com