Breaking News

কখনো কাউকে ভালোবাসতে হয় তবে একজনকে ভালোবাসো

যে তোমাকে ভালোবাসবে তাকে ঠকিও। না হ্যাঁ মানলাম তুমি তাকে ঠকাবে তাকে অবহেলা করবে কিন্তু লাভ কি বল।তুমি তাকে আজ অবহেলা করলে কাল অবহেলা করলে। দেখবে সে খুব কাঁদলো। আজ কাঁদবে কাল কাঁদবে বেশ কয়েকদিন সে কান্না করবে।
কিন্তু হঠাৎ একদিন দেখবে সে আর কান্না করছে না সে তোমার অবহেলায় দিব্যি হাসিখুশি আছে।যে মানুষটাকে আলী তুমি সারাক্ষণ ভালোবাসি ভালোবাসা বলতে। একটু কথা বলতে দেরি হলে তার সাথে রাগ দেখাতে।
সে রাগ এর পরিমাণটা খুব অল্প ছিল কিন্তু অভিমানের পরিমাণ টা খুব বেশি ছিল। কিন্তু তখন রাগ করলে তুমি তাকে বকতে না শুধু একটু অভিমান করতে তারপর তোমার রাগ ঠিক ভেঙে যেতো।কিন্তু এখন ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে গেছেন। হয়তো সম্পর্কটা অনেক পুরনো হয়ে গেছে তাই।
এসোনা তুমি এখন আর তাঁর প্রতি আগের মত আকৃষ্ট না। হয়তো এই জন্য তুমি এখন আর তাকে আগের মত ভালবাসো না।।হতে পারে তোমার কাছে তার থেকেও বেটার কোন অপশন আছে আরও একটা।কিন্তু তোমার কাছে যত বেটার অপশন থাকুক না কেন তার মত করে আর কেউ তোমাকে ভালবাসতে পারবেনা এটা মনে রেখো।শেষে শুধু একটা কথাই বলতে চাই,, লাইফের বেটার কাউকে খুজতে গিয়ে বেস্ট কাউকে হারিয়ে ফেলো না।লিখাঃ নাশিতা

No comments

info.kroyhouse24@gmail.com