বিষাদের শহর
আমি আর ফিরতে চাই না তোমাদের ভীড়ে,
সেই শহর যেখানে মিথ্যে পচা গন্ধে ভেতর আত্মা কুকড়ে ওঠে।
যেখানে প্রতিনিয়ত বিশ্বাসের দড় কমে যাচ্ছে দিন দিন।
বেড়ে যাচ্ছে অহমিকার অলি গলি।
বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন প্রেম নামক পিশাচময়ী খেলা।
গড়ে উঠেছে দাম্ভিকতার দেয়াল।
অভিমান আর দুরত্বের কুয়াশায় ঢেকেছে তোমাদের শহর।
তোমাদের শহর বড্ড উন্নত,, আমি নগন্য,অযোগ্য, কীটের মতো।
বেশ ছিলে, বেশ ই আছো,এ শহরে তোমাদের ই মানিয়েছে ভালো।
আমি হাজার বছর কাটিয়ে দিতে পারবো এই কিঞ্চিৎ গোধুলি লগ্নে,
আমি আর ফিরবো না তোমাদের অই ছলনাময়ী শহরে।
নীরবতার ভীড়েই নাহয় খুঁজে নেবো দু মুঠো শান্তি,
যেখানে থাকবে না মানুষ আর বোধ হবে না মনুষ্যত্বের ঘাটতি।
No comments
info.kroyhouse24@gmail.com