Breaking News

অন্তত অন্যের জন্য নিজেকে বদলাতে হয় নি

ঐ যে কালো পাঞ্জাবিটা তোর,

সেটাতে ভালোই তো মানাতো।

তবে আজ হলুদ এ কেন নিজেকে রাঙালি নতুন মানুষটা কি তোর এতটাই প্রিয়?

আমি যদি একটু বৃষ্টি তে ভিজতে চাইতাম,তখন আমাকে শাঁশাতি,

বকা দিয়ে বলতি,ভালো না এতো পাগলামি।

তবে আজ কেন বৃষ্টি তোকে ছোঁয়ার সাহস পায়?

তোর খোঁজ নেওয়া আমার প্রিয় কাজ ছিলো।

তাই তুই রেগে গিয়ে বলতি,কাজে মনোযোগ দে,

ছাড় নেকামি। আজ কেন প্রতি ঘন্টায় কথা বলতে অভ্যস্থ?

রাতে ঘুমাতে দেরী হলে কত কথা শুনাতি।আদর মাখা কন্ঠে বলতি,

ঘুমিয়ে পর নাহয় মাদক মাখা চোখে পরবে কালি।

তবে আজ কেন রাত জেগে ভোরকে আগমন জানাস?

এখন আমি আর,কালো পাঞ্জাবি পড়তে

কাউকে জোড় করি না বৃষ্টিতে ভেজার জন্য বায়না করি না

পর পর ফোন দিয়ে কাউকে বিরক্ত করি না

রাত তো মোটেও জাগি না

নিজেকে বড্ড ভালোবাসতে শিখেছি।

ধন্যবাদ তোকে, তোকে ছাড়া ভালোই আছি,

অন্তত অন্যের জন্য নিজেকে বদলাতে হয় নি।

No comments

info.kroyhouse24@gmail.com