বৃক্ষ বনাম বৃদ্ধ
![](https://www.lovestory-bd.com/wp-content/uploads/2020/10/Old-Man-Bangladeshi.jpg)
বৃক্ষ বনাম বৃদ্ধ
মৃত বৃক্ষের যেমন শেষ পরিণতি হয় জ্বালানির জন্য,
ঠিক তেমনই বয়োজ্যেষ্ঠ মানুষ গুলোকে কিছু সন্তানেরা রেখে আসে বৃদ্ধাশ্রমে!
ঠিক প্রকৃতি যেমন করে পুরাতন রুপ ছেড়ে নতুন করে সাজে।
তেমন করে সংসারের বোঝা মানুষটারও বিদায় চায় অনেকেই,
নতুন নতুন জন্মতেই যেনো পূর্ণ হয় একটা সংসার।
অবহেলার বিষে পিষে মারি প্রিয়জনকে প্রয়োজন ফুরালেই।
অথচ অনন্তকাল ধরে মাথার উপরের আকাশটা দাঁড়িয়ে আছে পৃথিবীকে আঁকড়ে ধরে।
অনন্তকাল ধরে মাটি লুটিয়ে আছে পৃথিবীর বুকে,
কি বিশাল বিশাল মহাসমুদ্রও বয়ে যাচ্ছে পৃথিবীর বুক চিরে।
কই তারা তো কখনো পৃথিবীকে ছেড়ে চলে যায়নি নতুনত্বের খোঁজে?
মাঝে মাঝে হৃদয়ের জংয়েতে এতটাই মরিচা ধরে যে হারিয়ে ফেলি নিজের পরিচয়!
একটা বৃক্ষ যতটা বড় হয় ততটাই তার কাছে আমাদের আবদার বেড়ে যায়,
বাড়তে থাকে আমাদের বেঁচে থাকার আমৃত্যু চিরঋণ।
ঠিক তেমনই সংসারের বৃদ্ধ মানুষটার কাছেও থেকে যায় আমাদের আজন্ম ঋণ,
অথচ যুগের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা আজকাল ভুলেই যাচ্ছি আমরাও একদিন বৃদ্ধ হবো!
No comments
info.kroyhouse24@gmail.com