Breaking News

উপসংহার / অপূর্ণতার পৃথিবী

#উপসংহার

তোকে নিয়ে শেষের পাতায় উপসংহার লেখা,সাজ পালকিতে রক্তের আলপনা আঁকা।মেঠো পথে ধুলোয় লুটিয়ে প্রেমকাব্য!খোঁপা খোলা ঝলমলে রোদ্দুর কাঠগোলাপের সদ্য পাপড়ি মেলা কথা।

খোলা জানালায় সাদা পর্দার মৃদু কম্পন,একলা মনে শীষ দেওয়া ভোরের দোয়েল।তোকে ভেবে ভেবে কেঁটে যায় অলস দুপুর,অগোছালো কথার রাতে অভিমানী কিছু গান।

তোকে ঘিরে অবাধ্য মনের শান্ত দীঘির জলকেলিখেলার মৌন কিছুক্ষণ।

কাঠগোলাপ ফুলে ভোরের রৌদ্র ভ্রমরের আনাগোনা,উঠানের কোণে ভেজার শাড়ির শুষ্ক উত্তাপ।আজ তবে তোকে ঘিরেই থাকুক আমার শেষের পাতায় উপসংহার লেখা।

#অপূর্ণতার পৃথিবী

তুমি যদি সত্যিই জানতে তোমাকে ভালোবাসতে গিয়ে কতটা ফুরিয়ে গেছি আমি?

তবে বেলা শেষে তুমি মুখ ফিরিয়ে নিতে না।তুমি যদি বুঝতে তোমাকে বারবার ধরে রাখতে গিয়ে কতটা আত্মসম্মান বিকিয়েছি আমি?

তবে কখনোই তুমি সম্পর্কটা থেকে মুক্তি চাইতে না।

তুমি শুধু নতুনত্ব চাইতে নিজের মত করে,আর আমি শুধু বিলীন হয়েছি তোমাতে।

তুমি সম্পর্ক মানে কেমন আছো?

ভালো আছি বুঝতে!আর আমি তোমার প্রতিটা মূহুর্ত ভালো থাকার মন্ত্র খুঁজতাম।

একটা নাম যা আমার ভেতর বাহির জুড়ে সীমাবদ্ধ,

একটা অনুভূতি যা ছিলো আমার হৃদস্পন্দন!

একটা মানুষ যে ছিলো আমার সবটা জুড়ে।

তবুও একটা অপূর্ণতা আজ আমাকে খুবলে খাচ্ছে,

আমার সেই অপূর্ণতার নাম তুমিহীন বেঁচে থাকা এই পৃথিবীতে।

No comments

info.kroyhouse24@gmail.com