কবিতা : প্রেমিক না বন্ধু চাই
কবিতা : প্রেমিক না বন্ধু চাই
আমার প্রেমিক চাই নাএকটা বন্ধু চাই
আমার জন্য তোমাকে প্রেমিক হতে হবে না শুধুমাত্র বন্ধু হলেই হবে।
আমার জন্য তোমার অভ্যাস গুলো বদলাতে হবে নাশুধু সেই অভ্যাসেই আমাকে রাখবে ।
নতুন করে আমার জন্য নিজেকে সাজিয়ে নিতে হবে না
তুমি যেমন আছো তেমন হলেই চলবে তোমার সব পুরাতনে নতুন হবো শুধুমাত্র আমি।
আমার জন্য তোমার অপেক্ষা করতে হবে না শুধু তোমার অপেক্ষায় রাখবে আমায়।
নিয়ম করে আমার খোঁজ নিতে হবে না তোমার অবসরে রেখো আমায়।
আমার বাঁধা নয়প্রেরনা হবে আমার সফলতার। আমার একাকীত্বে তোমায় চাইমন খারাপে যেন তোমায় পাশে পাই।
আমার কাছে তোমার অধিকারের কোন সীমানা থাকবে নাআমার শহরে যে তোমার বাঁধাহীন প্রবেশ।
আমার ছোট ছোট ইচ্ছেগুলো কখনোই তোমার অবেহেলা নয়তোমার কাছে যেন হয় মূল্যবান।
খুব ভালোবাসা নয়অধিক শাসনে রাখবে আমায়ভালোবাসাটা সেখান থেকে খুঁজে নিতে চাই।
কখনোই প্রেমিক হতে চাইবে নাতোমাকে প্রেমিক আমি করে নেবোনিয়মের শহরে তুমি আমি না হয়অনিয়ম হয়েই রইবো।
No comments
info.kroyhouse24@gmail.com