কেনো এতো অভিমান/ আমি নই একা
কেনো এতো অভিমান
বহুদিন দেখা হয় না কথা হয় না গোপনে ।
বলা হয় না ভালোবাসি নিভৃতে যতনে ।
চলা হয় না পথ হাতে রেখে হাত ।
কুয়াশার চাদরেই মোড়ানোআমি একা নির্বাক ।
কাশফুলের রাজ্যে হয়না ঘুরে বেড়ানো ।
দর্শন করা হয় না জোনাকির আলো ছড়ানো ।
তুমি নেই বলে পাখির কলকাকলি মুগ্ধ করে না ।
ময়না টিয়েরাও আজ নাম ধরে ডাকে না ।
চাঁদের আলোয় উদ্ভাসিত রাত ,আমার তো দেখা হয় না ।
হয় না, গাওয়া গান ।
হে শ্রোতা ,
তোমার কেনো এতো অভিমান!হয় না বকুলের গন্ধ পাওয়া মালা বাড়িয়ে দেওয়া দুহাত ।
চোখেতে চোখ পড়ে নাকেনো আজ ভালোবাসার অভাব !
আমি নই একা
আমি নই একা ,আমি পেয়েছি প্রকৃতির দেখা ।
যেখানে ভাসিয়ে দিয়ে স্বপ্ন,ক্ষণিকের জন্য পেয়েছি সুখের রেখা ।
আমি নই একা। বাতাস কানে কানে বলে যায় ।
চলে গেলে কি উপায় !হাতছানি দিয়ে কে ডাকবে তোমায় ?
সূর্য বলে যায় ,ডুবে যাবো আমি ,
রেখে যাবো অন্ধকার ।হারিয়ে যাবে যে অভুজ ধরায় ।
নদী বয়ে যায় , সাগর মোহনায় ।
ছোট ছোট ঢেউ এসে ,পা গুলো ভিজিয়ে দিয়ে বলে যায় ।
যারা আসে চলে যায় । আমি থেকে কি উপায় ?
তাই দিয়ে গেলাম অনুভূতি তোমায় ।
মাজি বলে যায় , হে পথিক ভাই ,
তুমি একা কেন, আর কেউ নেই ?
আমি হেসে দিয়ে বলে যাই ।
আশেপাশে সবাই আমার আপন আপনার কাহাকে চাই?
এমনিতে বলতে চাই, তুমি একা দাঁড়িয়ে তাই ।
কে বলেছে আমি একা , আমি নই একা ,
আমার সাথে আছে অনুভূতির ছোঁয়া ।
বুঝে গেছি ভাই, আপনার কি চাই ।
বাদ্য আমি , আমার তরীতে নেই কোন ঠাঁই ।
চলে গেলো মাজি , বুঝলনা আমার মন ।
আমি এসেছি প্রকৃতির ডাকে ।
কেনো চাই আপন জন? কে বলেছে আমি একা ?
আমি নই একা , আমি পেয়েছি প্রকৃতির দেখা ।
No comments
info.kroyhouse24@gmail.com