Breaking News

কবিতা -স্মৃতি চারণ / শেষ সময়



স্মৃতি চারণ

আজও সুখের স্মৃতি চারণে ভুল করে ফেলি ।

আজও নিজের গহিন সীমানার, কিছু জল ।

আঁধারে লুকিয়ে নিরবে মাটিতে ফেলি ‌।

আজও স্মৃতি যে স্মৃতি তে কাশবন ফুলে ফুলে ।

কারো এলো চুলে, মুক্ত জরা হাসিতে মোর প্রাণ খানা দুলে ।

আমি সেথায়, দূর সীমানায় দাঁড়িয়ে ।

তার হাতে অন্য কারো হাত ,আমি নির্বাক চেয়ে অপলক দৃষ্টিতে।

তার কালো চুরি, কালো শাড়ি, তারে দেখতে লাগে ভারী ।

সে নারী, তার রূপের রহস্য সব কিছুকে ছাড়ি ।

অধিকার হীন হয়েও, আমার ছিল সুখ, আমি ছিলাম তারই ।

আমার কোন দুঃখ নেই, সুধু কয়েক ফোঁটা জল ফেলি ।

শেষ সময়

জানি সময়টা শেষ ,

ফিরবে না আর তুমি বাড়ি ।

তাই দিয়েও হবেনা কোন লাভ তোমার সাথে আড়ি ।

জানি তুমি রিমিঝিমি নূপুর পায়ে বৃষ্টি পছন্দ করতে ।

জানি সময় টা শেষ ।

তাই এই বর্ষাতে তুমি আসবেনা ।

আজই কান্না মাখা ঘুম ।

মাঝে মাঝে নয়ন পাতা টিপ টিপ করে ।

জানি সময় টা শেষ ।

তুমি আমাকে আর বুঝবেনা ।

জানি সময় টা শেষ ।

আমি আজ বুদবুদের মত ।

নিমিষেই হারিয়ে যাবো ।

তুমি আমায় খুঁজবে না ।

জানি সময় টা শেষ ।

সাথে হারিয়েছি কারিবুরি টাকা ।

আজি নিঃস্ব আমি ।

তোমার ভালোবাসা হারিয়ে আরো হয়েছি ফাঁকা ।

জানি সময় টা শেষ।

আমার থেমে যাচ্ছে গতির চাকা ।

No comments

info.kroyhouse24@gmail.com