Breaking News

শহরের রাত

#শহরের রাত

শহরটা আলোকিত হয়ে উঠেছে সূর্যের নয়, চাঁদের নয় লাইটের আলো,

লাল নীল হলুদ রং বেরংয়ের।অন্ধকারের মাঝে জোনাকির মতো আলোকিত হচ্ছে প্রত্যেকটি জানালা।

আকাশের তারাগুলো গল্প করছে তার আপন নিয়মে।

মেঘ ভেসে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যে,হয়তো ঠেসে পড়বে কোন পাহাড়ের চূড়ায়।

আমিতো দিব্যি তাকিয়ে আছি, শহরের এই অজানা রূপ দেখে।

মন পুলকিত হচ্ছে বারবার, আজ মনে হয় ফিরে পেলাম জোনাকি গুলো।

শহরের গাড়ির হেডলাইটের আলো মনে হচ্ছে এক একটি উল্কাপিণ্ড বারবার দেয়ে আসছে আমার দিকে ।

পাশ কাটিয়ে চলে যাচ্ছে আবার দূর সীমান্তে, হারিয়ে যাচ্ছে বাঁকা কোন পথে।

আমি দিব্যি তাকিয়ে আছি এই অপরূপ সৌন্দর্যের দিকে।আমি মনে হয় পাগল হবো,

মাতাল হবো নতুন করে।

শহরের রাতের সৌন্দর্য দেখে।

সত্যি আমি পাগল হবো শহরের টানে।

No comments

info.kroyhouse24@gmail.com