Breaking News

ধর্ষকদের বিচার করো-না হয় নারী হত্যা করো

কোনটা ভুল আমি নারী এটা ভুল?

নাকি আমার কাপড়ের সাইজ ভুল?

কারো কু-প্রস্তাবে রাজি না হওয়া ভুল??

যদি এটা ভুল না হয়!! তবে কেনো চাপাতির কোপ খেতে হয়?

রাজপথের ধর্ষিতা হতে হয়?ধর্ষণের বিচার না পেয়ে কেনো বাবা মেয়েকে ট্রেনের নিচে পড়ে মরতে হয়?

এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়!!

তবে তার বিচার কেনো নয়?

কেনো বিচার চাইতে গেলেই ধর্ষিতার চরিত্র নিয়ে নানান প্রশ্ন করা হয়?

কেনো মামলা করার অপরাধে মা-মেয়েকে মাথা ন্যাড়া করা দেয়া হয়??

এগুলো কি ভুল নয়?? যদি এগুলো ভুল হয় তবে ১৮৫০ সালের দ্বন্দ্ব বিধান অনুযায়ী আইন কেনো আজও সংশোধিত নয়? ধর্ষণের কারণ যদি পোশাক হয়?

তবে কেনো শিশু বাচ্চাটা ও আজ নিরাপদ নয়? কেনো ৫ বছরের মেয়েটার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বড় করা হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়!

তবে সঠিক বিচার কেনো নয়?কেনো ধর্ষকরা জামিনে মুক্তি পায় কেনো তনুকে খাওয়া ভাল্লুক এরা,খাদিজাকে কোপানো ঘাতকরা অট্টহাসি হেসে যায়?

এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়! তবে ধর্ষকে মৃত্যুদণ্ড দিতেকেনো এতো ভয়?

কেনো নারীরা আজ নিরাপদ নয়? নারী নিরাপত্তা দেওয়ার যদি জড়িয়ে না হয়! তবে ত্রিশ বছরের নারীর ক্ষমতা কেনো ভুল নয়??

যদি না পারো রাষ্ট্র,, নারী ও শিশুকে দিতে নিরাপত্তা মুছে ফেলো নারীদের অস্তিত্ব মুছে ফেলো তাদের সত্তা।রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক নারী ও শিশুর জন্ম রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দাও নারী ও শিশুদের হত্যা।

যদি তা না পারো ,, তবে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করো।অন্যান্য দেশের মতো ধর্ষকদের বিচার করো।ধর্ষিতাদের উপযুক্ত বিচার পেতে করো সহায়তা।

মিটিয়ে দাও দেশজুড়ে মোমবাতি মিছিলের স্লোগান মিটিয়ে দাও জ্বলন্ত নিরবতা।

ধর্ষকদের বিচার করো, না হয় নারী হত্যা করো।

No comments

info.kroyhouse24@gmail.com