কেউ একজন
কেউ একজন আসুকসকাল বিকাল সন্ধ্যা রাতে আমার কথাই ভাবুক
কেউ একজন আসুকএলোমেলোভাবেই চুলগুলো খোলা রাখতে বলুক
কেউ একজন আসুকযার তার সাথে কথা বলতে নিষেধ করুক
কেউ একজন আসুককথায় কথায় ‘ পাগলী’ বলে মুচকি হাসুক
কেউ একজন আসুকযানজটের অজুহাতে আমায় অপেক্ষায় রাখুক
কেউ একজন আসুকলুকিয়ে সিগারেট খেয়ে ধরা পড়ার ভয়ে মিথ্যে বলুক
কেউ একজন আসুকরাগ করে মুখ ঘুরিয়ে বসে থাকুক
কেউ একজন আসুকবুক পকেটে টিপের পাতাটা আমার জন্যই রাখুক
কেউ একজন আসুকঅভিমান ভাঙাতে আকুতি মিনতি করুক
কেউ একজন আসুকতার গল্প গান কবিতায় উপন্যাসের পাতায় আমাকেই লিখুক
কেউ একজন আসুকহাতটা ধরতে গিয়েও আবার গুটিয়ে ফেলুক
কেউ একজন আসুকশাড়ীতে দেখার যখন তখন বায়না ধরুক
কেউ একজন আসুকআমার আমি’কে একটুখানি বুঝুক
কেউ একজন আসুকআমাকে আমার চেয়েও বেশি ভালোবাসুক।
No comments
info.kroyhouse24@gmail.com