Breaking News

বেঁচে থাকার অপর নাম বই পড়া

#বেঁচে থাকার অপর নাম বই পড়া

ফুলশয্যার প্রথম রাতে বর যখন বলেছিলো কি লাগবে তোমার?

সাত পাঁচ না ভেবেই বলেছিলাম আমার একটা বইয়ের লাইব্রেরি চাই!

বর কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে ছিলো অবাক দৃষ্টিতে,

তবুও মানুষটা মৃদু হেসে বলেছিলো অবশ্যই দিবো।

সেই সান্ত্বনাটুকু নিয়ে আমি বেশ তৃপ্তি পেয়েছিলাম সংসার জীবনের প্রথম রাতে।

কিছু দিন পর এক ঝাঁঝালো দুপুরে মানুষটি আমার জন্য বেশ কিছু কবিতার বই আর উপন্যাস কিনে এনেছিলো!

সেই দুপুরটা ছিলো আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনের অন্যতম দিন।নতুন বইয়ের ঘ্রাণে আমার সারা ঘর যেনো একটা মৌ মৌ সুবাসে ভরপুর,

এই নিয়ে অবশ্য কথা শুনাতে বাকি রাখেননি শ্বাশুড়ী থেকে শুরু করে পাড়া পড়শিরা কেউই।

তবুও মানুষটা এক গাল হেসে বলেছিলো বই পড়া হচ্ছে বেঁচে থাকার অপর নাম।

আমিও এরপর থেকে কারো কথায় কখনো আঘাত পাইনি।

ধীরে ধীরে আমার লাইব্রেরিটা বড় হতে শুরু করলো,

দেশ বিদেশের নানান ভাষার অনুবাদ করা কবিতা,

উপন্যাস ও বিভিন্ন হাদীসের বই জায়গা করে নিলো আমাদের চার দেয়ালের লাইব্রেরিতে।

সংসারের সমস্ত কাজ শেষে যখন ম্লান হেসে অভিমানী বিকেলে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে প্রিয় লেখকের বই পড়েছি তখনি যেনো সব প্রশান্তি নেমে আসতো মন জুড়ে।

মানুষটার যেনো একটা নেশা হয়ে গেলো বইয়ের প্রতি,

বিশেষ দিন গুলোতে শাড়ি কিংবা ফুল না দিয়ে সে আমার হাতে তুলে দিতো একটা সুন্দর মলাটের বই।

কখনো বৃষ্টিস্নাত দিনে তার কাঁধে মাথা রেখেও পড়েছি প্রিয় কবির প্রণয়ের কবিতা।আমার জীবনের প্রতিটা দিন যেনো আমি মিলিত হয়েছি বিভিন্ন চরিত্রের সাথে,

শিখেছি সঠিক ভাবে জীবন যাপন করার আসল উপায় কোনো হাদীস থেকে।

চেষ্টা করেছি সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হতে কোন না কোন উপন্যাসের পাতা পড়ে।আমার কাছে বেঁচে থাকার অপর নাম হচ্ছে বই পড়ে মানুষের মত মানুষ হওয়া।

No comments

info.kroyhouse24@gmail.com