মালতির গাছ/ তোরি জন্য কাব্য
মালতির গাছ
মালতি নাকি আমার বাড়ির সম্মুখে আসিয়া বাগান থেকে গোলাপ সহ গাছ তুলিয়া নিয়া গেছে ।
পাড়ার সকলে আমার শরীরে কোন রাগ দেখিতে না পাইয়া বলা বলি করিছিল মালতির সাথে মোর ভাব চলিতেছে ।
ঐদিকে পরিচর্যা বিহীন আমার গাদা ফুল গাছ মারা যাইতেছে সেই দিকে কারো দৃষ্টি পরিছে না ।
মালতির বাবা আসিয়া বলিছে, সোনা মানিক,আমার মেয়েরে আর তোমারে নিয়া কানাকানি চলিতেছে পুরো মহল্লায় ।
মোর কথা কইবার ইচ্ছা নাই বলিয়া তাহারে রাখিয়া চলিয়া আসিলাম ।
রহিম চাচা ধমকাইয়া পাঠাইয়া দিলো, হুজুর মসাই কথা কইবোনা, মন ভালা নাই ;
মালতির বাবা কদমের দিকে তাকাইয়া চইলা যায় ।
কয়েকদিন পর মালিতি আবার আসিয়া আমার গাদা ফুল গাছও তুইলা নিয়া যায় ।
এলাকায় কানাকানি আরো বেরে গেলো, এলাকার ছোট হুজুর আর আগের মতো ঠিক নাই ,উনার গাছের ফুল ছিড়লে শাস্তি স্বরুপ মুরগি বানিয়ে রাখতো ।
সেই যখন মাইয়া মানুষ গাছ নিছে এখন আর কিছুই কয়না ।
কি কইরা বলবে গ্রামের হগলে তো জানেনা একদিন মালতির গাছ চুরি কইরা আইনা সে লাগাইছিল ।
তোরি জন্য কাব্য
তুই নেই বলে ,এক অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে বুকের বাপাশে থাকা হৃদপিন্ড ।
তুই নেই বলে ,নয়ন জোড়া তার বাঁধ ভেঙে খরস্রোত তৈরি করে ।
তুই নেই বলে ,মনের আকাশে মেঘ করে অঝোর ধারায় বৃষ্টি নামে ।
তুই নেই বলে,পা দুখানি গতি হারায় উদ্দেশ্য বিহীন কোন সীমানায় ।
তুই নেই বলে,অকারণে কোন গল্প লেখা হয়না মনের মাধুরী মিশিয়ে।
তুই নেই বলে ,কল্পনার সাগরে সুখেরঠিকানা খুঁজে দেখা হয় না ।
তুই নেই বলে ,মৌমাছিরা ফুলের গন্ধে মধু আহরণে হানা দেয়না ।
তুই নেই বলে ,জোছনায় মুগ্ধ রাতকেও মনে হয় অমানিশা ।
তুই নেই বলে,আজ আমি কাব্য রচয়িতা ।
No comments
info.kroyhouse24@gmail.com