Breaking News

ভয়

বিদঘুটে অন্ধকারের মাঝে তুমি কিভাবে হেঁটে চলো !

আমি তো কিছুই দেখি না!

একটু হাঁটতে আমার যেখানে ভয় হয় সেখানে তুমি বলো,

তোমার বাড়ির বারান্দা টাতে দাঁড়িয়ে তোমার যে রক্ত গোলাপ ফুটে ওঠা বাগানটার দেখা মেলে,

আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম ।

তুমি বলেছিলে এই অন্ধকার ঠেলে ছুটে যেতে তোমার সন্নিকটে।

সর্ত ছিল আমার হাতে চকলেট থাকা চাই ।

তুমি বলেছিলে তোমার জানালার পাশে দাঁড়িয়ে থাকতে ,

যতক্ষণ তোমার পড়া শেষ না হয় ।

তুমি বলো কিভাবে পারে একটা ছেলে রাতের আঁধারে একা একা পথ চলে ?

তার উপর আমি ছিলাম ভীতু ।

শত ভয়ের পরও আমি তোমার কাছে ছুটেছি।

তুমি বলেছিলে নিশি রাতে আইসক্রিম খাবে ।

আমি নিয়ে গিয়ে ছিলাম ।

আমার গাঁ ছমছম করছিল ।

তোমাকে জিগ্যেস করেছিলাম,

বিদঘুটে অন্ধকারের মাঝেতুমি কিভাবে হেঁটে চলো ?

তোমার উত্তর ছিলতুমি যে পাশে তাই ।

বহুবছর হয়ে গেলো ,আমাকে খরচের খাতায় লিখে নিলে ?

এখন আমাকে ছেড়ে কি ভাবে চলো চাঁদ বিহীন অন্ধকার রাতে ?

তোমার কি ভয় হয় না ! আমার তো ভয় হয় ।

No comments

info.kroyhouse24@gmail.com