তুমি প্রেমিক নও
“তুমি প্রেমিক নও”
প্রেমিক হলে তুমি, প্রেয়সীর মন খারাপ বুঝতে
বিষন্নতায় ছেয়ে থাকা আকাশে
এক টুকরো রোদ হয়ে হাসাতে।
তার চোখে পানি নাকের ডগায় আসার আগেই
টুপ করে সে সব নখে নিয়ে উড়িয়ে দিয়ে
ভালোবাসায় সব ভুলাতে।
তুমি প্রেমিক হলে,
তাকে নিয়ে সারাদিন না হোক অন্তত একটা প্রহর
তার ভাবনায় বিভর হয়ে থাকতে,
মাঝে মাঝে তাকে স্বপ্নের জগতে নিয়ে
ফড়িং হয়েও উড়ে বেড়াতে।
তুমি প্রেমিক হলে তোমার ইচ্ছে করতো
তার সাথে ফোনালাপে মত্ব থাকতে,
তার হাতে কাঁচের চুড়ির রিনিঝিনিক শুনে
মুগ্ধ হয়ে তার কাজল চোখে তাকিয়ে থাকতে৷
তুমি প্রেমিক হলে তাকে ছুঁইয়ে দিতেও
মনে চাইতো বরং বার, কেবল তাকে একটি পলক
দেখবে বলে ছুটে যেতে মাইকে মাইল,
তার জন্য শাড়ী কিনতে, খোঁপায় গোজা বেলীফুল কিনতে, তার জন্য সব কিছু সহ্য করেও তাকে শুধু মাএই তোমার করে রাখতে।
প্রেম হলো যাকে পাওয়ার পরে
আর কারো প্রতি মোহ্ আসে না,
প্রেম হলো যাকে দেখার পরে
আর কারো প্রতি আগ্রহ আসে না৷
প্রেম হলে তুমি আঘাত বুঝতে শিখবে,
মন খারাপ কিংবা বিষন্নতায় ডুবে থাকবে নিরন্তর
বার বার ছুটে যাবে একটি পলক তাকে দেখার
আশে, শুধু মনে হবে অন্ততকাল পেলেও তাকে পাওয়ার স্বাদ শেষ হবে না।
প্রেম শিখতে গেলে তোমাকে আগে প্রেমিক হতে হবে
প্রেমিকার মন খারাপ বুঝতে হবে,
তাকে পাওয়ার অফুরন্ত ইচ্ছা শক্তি নিয়ে
তাকে কেবল আজন্ম ভালোবাসতেই হবে।
আর যদি এসব না হও
তবে আমি বলবো, হ্যা সত্যিই
তুৃমি প্রেমিক নও।
No comments
info.kroyhouse24@gmail.com