হায় রে কন্যা | কলমে: আর্নিকা হুসেইন
কন্যা সন্তান জন্মাইলে মাথায় যেন বাজ পড়ে। শ্বশুর বাড়ির সবার যেন কপালেতে ভাজ পড়ে ভ্রূ দুটি কুচকিয়ে,
মুখ যেন বাংলার পাঁচ আল্লহাদ আমদ ছেড়ে দিয়ে ভান দেখায় সব নানান কাজ বৌমা তখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জন্ম দিলো কন্যা সন্তান মনে কত আশা ভরে শ্বশুর বাড়ির লোকজনেরা দেখতে আসেনা সোহাগ করে বিকেল বেলায় খালি হাতে বর মহাশয় হাসপাতালে সিস্টারেরা মিষ্টি খাবে টাকা চাইলেন,
নব জাত কে নিয়ে কোলেবর মহাশয় মুখটি বেজার বলেনপুত্র সন্তান হলে দিতাম চাইতে তখন হতোনা দিদিপকেট সবার ভরে দিতামকন্যা সন্তান হয়েছে আমারএখন যত দ্বায় শ্বশুর ,শালার,সব খরচ ওদের দ্বায়, হাসপাতালআর রোগীর খরচ খরচা মেলায়সিস্টার এরা শুনে সব অবাক কান্ডে হতো বাক স্ত্রী বিছানায় শুয়ে শুয়ে শুনতে ছিলো এই সব চোখের কোণে গড়িয়ে জলফোটায় ফোটায় ঝরতে ছিলোকন্যা সন্তান হওয়ায় কপাল দোষ টা কি আমার ছিলো ?
ভাবতে ভাবতে শিশু কে নিয়েআঁকড়ে বুকে ধরছিল এমন সময় স্বামী এসে ধমক দিয়ে বলেন তারে এতো যতনে কহিলাম তোরে আসলি নতো উপকারে পুত্র সন্তান জন্ম দেওয়া তোর সাধ্যের বাইরে।
আমার ঘরের কোনায় বোধ হয় হলো না তোর ঠাঁই রে কন্যা সন্তান জন্ম দিয়েখরচের ভার বাড়িয়ে দিলি উপর থেকে যৌতুক আরপরের বোঝা ঘাড়ে নিলিএমন সময় মায়ের বুক আরভাঙ্গলো শেষে চোখের বাধযে যাই বলুক সন্তান তুইমায়ের কোলের মিষ্টি চাঁদ মা তো সবার মা-ই হয় কন্যা।
হোক বা পুত্র শিশুকোনো অংশে কমেনা তার ভালোবাসার উদ্ধে কিছু বলছি শোনো এই যুগেতে অনেক মানুষে অন্ধ হয়েছেলে মেয়ের বিভেদ করেস্ত্রী কেই দন্ড দেয়বহু গ্রামে বহু গঞ্জে এইঘটনা ই ঘটতে থাকে সবার কাছে প্রার্থনা মোর কন্যা সন্তান কে নিও বুকে সবাই এটা মনে রেখো কন্যা সন্তান ই মা হয় পুরুষদের তারাই কেবলপৃথিবীর আলো দেখায়।
No comments
info.kroyhouse24@gmail.com