Breaking News

কবিতার নামঃ ধরো যদি



আমি বৃষ্টি হয়ে গেলে তোমার শহরে,

তুমি ভিজবে কি ভালোবাসার অনুভবে?

ছুঁয়ে যাবে কি একটিবারও আমায়,

কিছুটা না ছুঁতে চাওয়ার বাহানায়?

মেঘলা আকাশ হই যদি তোমার জানালায়,

তুমি আনমনে ভাববে কি শুধুই আমায়?

তোমার স্মৃতির হাজার পাতার আঙ্গিনায়,

হবে কি আমার কল্পতরুর বাস?

দক্ষিণা বাতাস হই যদি ক্লান্ত দুপুরে,ছুঁয়ে যাই তোমার শান্ত চিবুক,

তুমি খুঁজে পাবে কি আমার স্পর্শ?

যা হয়েছিল অতিত সে কবে কার কথা।

যদি মুখোমুখি হই কভু সেই চেনা পথের বাকে,

যদি তখনো প্রকৃতি নামায় বৃষ্টি অঝোর ধারায়,

যদি থেমে যায় সব কোলাহল এক নিমিষেই,

যদি থমকে যায় সময় কিছু মুহূর্তের ধারায়,

যদি বেজে ওঠে সেই প্রিয় সুর দূরের রাস্তায়,

তখনও কি যাবে চলে সব ভুলে না দেখার অভিনয়ে?

নাকি অভিযোগের ঝুড়ি ফেলে দিয়ে বলবে…

আজও বৃষ্টি ভেজা তোমায় আমার ভীষণ প্রিয়।

No comments

info.kroyhouse24@gmail.com