মিমাংসিত প্রেম
শুনেছি,
ঘৃনা করতে করতেও তাদের প্রেম হয়েছিলো
একসময়ের প্রচন্ডরকমের ঝগড়াটাও নাকি
নিরবতার রূপ নিয়েছিলো।
প্রচন্ড হাওয়ার বেগেও যারা ঝগড়া থামাতে পারতো না, তারাই নাকি আজ দাঁতে দাঁত চেপে বছরের পর বছর এক ছাঁদের নিচেই পাশাপাশি বালিসে ঘুমোয়।
কোন একদিন যার চেহারা দেখলেই দিন নষ্ট হতো বলেই বলতে শুনেছিলাম তারাই আজ কেউ কাউকে চোখের আড়াল হতে দেয় না, ছেলেটি একটু না দেখলেই মেয়েটিকে হন্যে হয়ে খুজে ফিরে, আর মেয়েটি একবেলা তাকে ছাড়া খায় না, তার গন্ধ ছাড়া ঘুম পাগল মেয়েটিও আর ঘুমতে পারে না।
শুনেছি
তারা একে অন্যের ছায়া দেখলেও খুন করতো,
অথচ পুরো একটা জীবন দুজন দুজনার জন্যই আপাদমস্তক কুরবান করলো।
আজ তারা ঘৃনায় ঘৃনায় ভালোবাসা বাচিঁয়ে রাখে
অথচ এই এক জীবনেও কেউ কেউ
“ভালোবাসতে বাসতেও প্রচন্ড রকমের ঘৃনা করে বসে”
ভালোবাসার মত ভালোবাসলে,
তারে কী গো ভুলা যায়?
No comments
info.kroyhouse24@gmail.com