Breaking News

অকাল কুষ্মাণ্ডখণ্ডদ্বয়

এক অভিন্ন মতবাদে, সংকটে দুই বাঁদর!

ছলনাময়ী কথপোকথনে ঢেকে যায় হিংসার ছাদর!

তোমাদিগের অশোভন আচরনে,

হয়তো কমবে হেতা সমাদর।

ওহে যুবকগন শোন বলি, বেশী বকো কেনে?

আচরনে লক্ষ্য করে লোকে বাঁদর ছিনে!

আসিফ নামের বাদর খানা, লড়ে যায় অযথা সন্ধিক্ষণে।

অন্য বাদর নান্নু সোনা, ঘোলাটে রয় আপন অভিপ্রাণে।

একতাই বল, একতাই চল, একতাই হও অটুট।

ওরে সোনা, ওরে মনা, তোমাদিগের অশোভিত কর্মকান্ডে ভাই!

পরক্ষণে ভেবে বলবে কি করলাম হায়!

কিছু একটা গড়ে তোলতেই, কেন নীড়ে ফিরে যায়?

ঘোলাটে পরিবেশে, ঘোলাটে আবেগে নিও না পদক্ষেপ।

সুন্দর পরিপাটিরূপে কথপোকথনেআলোকিত হয় বিবেক!

বাদর সোনা, বাদর মনা, সর্বোপরি তোমাদিগের প্রতি আমাদিগের একান্ত কামনা!

অকর্মণ্য ব্যাক্তিদ্বয়ের ভরে দিও না স্বাদের পকেট!

ভেদাভেদ সৃষ্টিকরে নষ্ট করো না,

মোদের সিন্ডিকেট।

কবিঃ মাহতাব উদ্দিন ফারুক

No comments

info.kroyhouse24@gmail.com