ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি
এই যে…
এমন ঝুম বৃষ্টি হয়, নিরলসভাবে ঝড়ে পড়ে আকাশ থেকে মাটিতে, দৃশ্যটা আমার দারুণ প্রিয়।
এমন বৃষ্টিস্নাত সকালে আমার ইচ্ছে করে, তোমার হাতের আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলের স্পর্শ মিলিয়ে, খালি পায়ে হেটেঁ হেটেঁ বহুদুর যাই।
ভিজে ভিজে তুমি কয়েকটা কদম আমার হাতে দিয়ে বলে বসো “ভালোবাসি ভালোবাসি ভালোবাসি”।
এমন বৃষ্টি মুখর সন্ধ্যায় তোমার সাথে দারুণ করে
খুনশুটি করার ইচ্ছে আমার, ভেজা ছাদেঁর কার্নিশে দাড়িয়ে আগুন গরম কফি স্বাদে তোমাকে দেখার নিদারুণ এক কল্পনায় বিভর আমি, সেই তুমি যদি আচমকা বলে বসো…
“ভালোবাসি ভালোবাসি ভালোবাসি”।
যখন ঝুম বৃষ্টির মোহতে ভরে পৃথীবি,
তখন আমার খারাপ লাগায় পরিপূর্ণতা পায় হৃদয়
কষ্ট অনুভুত হয় প্রখর রকমের,
আহাজারি কেমন না পাওয়া জুড়েই…
এমন কোন ঝুম বৃষ্টির সকাল দুপুর কিংবা সন্ধ্যায়
তো তুমি ফিরবে বলেছিলে?
এমন আর কত অপেক্ষায় কাটবে আমার প্রহর,
আবার কবে শুনবো আমি
একটু হেঁসে বলবে তুমি,
বর্ষার ভেজা প্রথম কদম হাতে আমি তোমায় আবারও বলছি
“ভালোবাসি ভালোবাসি ভালোবাসি”৷
এমন বৃষ্টিমূখর কোন একদিন তুমি কেবল ফিরছো
জানলেই আমি নিদারুণ প্রতীক্ষায় কাটিয়ে দিব একটা জীবন।
শুধু প্রতিবার চিৎকার না হোক নিরবতায় বলে দিও
“ভালোবাসি ভালোবাসি ভালোবাসি “
No comments
info.kroyhouse24@gmail.com