Breaking News

কবিতা -আক্রোশ

হিংসা, বিদ্বেষ, লোভ-লালসা এ হেতু চরম বিনাশয়।

ভালো তো থাকিতে চায় আমি আপনে!পরম শান্তি কাড়িয়া নিয়াছে অযথা অকারণে।

হে বৎস এ হেতু পড়িয়াছো অনাকাঙ্ক্ষিত ভেজালে।

সর্বদা কুৎসা রটাইলে মিথ্যার নির্ভেজালে।

জগতের মানুষ নামক কীটপতঙ্গদ্বয় ছড়াইয়া অপবাদ।

মানুষের সাথে অমানুষের বাধাইয়াছে সংঘাত!

ষড়রিপুর মায়াজালে জড়াইয়া মানব;ধরণীমাঝে ছড়াইয়া আছে হইয়া দানব।।

ক্ষমতার আক্রোশে হইয়া পরশ্রীকাতর!

ইহার অপব্যবহারে ভবিষ্যত হইবে মানবেতর।

হিংস্রতা নয় কোন মানবের আচরণ!ভালোবেসে জয় করো শ্রেষ্ঠত্ব আমরণ।

মানুষরূপে, মানুষখেকো ছাড়িয়ে তেপান্তর।ধব্বংস লীলায়, লীলায়িত, যুগে – যুগান্তর।।

যদি আদর্শবাদী ন্যায়, নীতি, নিষ্ঠা মনমাঝে সংযোগসাধনে হয় প্রতীয়মান।

মানবকূল মানব সমাজে, কল্যানসাধন করিবে ক্রমবর্ধমান।

যুগে যুগে মানব সর্বশ্রেষ্ঠ ধারণ করে মহাকাল;সৃষ্টিকর্তার সৃষ্টিমাঝে সর্বোৎকৃষ্ট, রয়েছে নির্ভেজাল।

No comments

info.kroyhouse24@gmail.com