নিতে চাই বিশুদ্ধ নিশ্বাস
কখন আমাদের জীবনে আসবে আবার রঙীন বসন্ত,
কখন সারা পরিবেশকে করবে জীবন্ত। দম বন্ধ হয়ে আসছে,
আগের পরিবেশের কথা মনে পড়লে মনে মনে প্রান খুলে হাসছি।
প্রান খুলে হাসতেও পারছি না মনে হয় জীবাণু গুলো বলছে,
তোরা মুখ খুলবিনা,
আমি তোদের কাছ থেকে কিছুতেই যাবোনা,
এজন্য স্বতঃস্ফূর্ত ভাবে তোরা হাসতেও পারবি না।
বাতাস বলছে, খবরদার বাহিরে যাবে না বাহিরে দূষণ,
ঘরের ভিতরে সারাদিন থাকলে স্বার্থপর মানুষ গুলো পরিবারের উপর করে বিভিন্ন প্রকার শোষণ।
তাই বলছি,
কখন আসবে আমাদের জীবনে বসন্ত আমরা তো দম বন্ধ হয়ে মরমর হয়ে আছি জীবন্ত।
কখন আমাদের মনগুলো নিশ্চিন্তে হব সতেজ, কারণ আমাদের চারপাশের পরিবেশ ধীরে ধীরে হয়ে যাচ্ছে নিস্তেজ।
এখন মনে হচ্ছে কিছু স্বার্থপর মানুষের জন্য আমাদের কাছে চারদিকে পরিবেশ গুলোকে লাগছে বোঝা, আমরা এখন বুকভরে নিশ্বাস নিয়ে ঝলমলে সবুজ পাতার মতো হতে চাই তাজা।
No comments
info.kroyhouse24@gmail.com