Breaking News

তোমার মতামত পেশ করো

আকাশের মতো উন্মুক্ত আমার চাহনি;

অথচ, চোখ মেলে আকাশ দেখার কর্তৃত্ব আমার নেই!

সমাজের লালসায় গিট্টু পড়ে,

আমার হাওয়ায় উড়ে বেড়ানো কেশে।

মুখোশের ভিড়ে আটকে পড়া নিয়মের কাছে থমকে দাঁড়ায় আমার চেতনার জিভ!

এক পয়সা মূল্যের সুঁইয়ের পাছায় বাঁধা আমার ঠোঁট।

তদানীং, চাইলেই খুলে ফেলতে পারি একেকটি সুতোর বাঁধন!

তাও, শিকড়ে মচকে যাওয়া আমার মস্তিষ্ক কয়েদি ,

রাষ্ট্রের ধারায়। সংবিধানের পাতায় পাতায় লিখিত রুপ নেই আমার অঙ্গ গিলে খাওয়া ধর্ষকের কামনা! আমার নয়ন ভেসে বীর্যপাত ঘামতে থাকে!

আমি চিৎকার দিয়ে বলতে পারি না,

এ আমার অশ্রু!কেড়ে নিও না আমার মুকুট মনি।

গুটিয়ে নাও তোমাদের হস্ত!হে রাষ্ট্র।

কেটে দাও তোমাদের কলুষিত দুই চোয়ালের মধ্যবর্তী স্থান!

আমায় স্বাধীন করো। মানুষ রুপে আমায় দেখে আরেকটি বিধান তৈরী করো।

তাতে লিখে দিও, আমিও বাঁচতে চাই!ফুলদের মতো কলির আকার ধারণ করে সভ্যতার পিঠে লিখে দিতে চাই, কারাদণ্ডের মানদন্ড! এক পয়সায় কিনে নিতে চাই আমার ব্যক্তিগত সম্মান ।

রাজি আছো রাষ্ট্র? তোমার মতামত পেশ করো!

No comments

info.kroyhouse24@gmail.com