তুমি তোমার মতন
আমার সাজতে ভালো লাগে, তাই আমি আয়নার সামনে বসে ঘন্টার পর ঘন্টা ধরে সাজি ;
খোলা চুলে আমায় দারুণ লাগে বলে শুনেছি
তাই চুল এলিয়ে, এলোকেশে দিন ভর ধরে ঘুরি৷
আমি আমার মতন শাড়ি পড়ি, চুরি পড়ি
নাকে ফুল দেই কানে দুল দেই,
হাত ভর্তি মেহেদীতে নিজেকে নিদারুণ রাঙ্গাই৷
আমি আমার মতন ভাবি, ভাবনা ধরে মাঝে মাঝে
কখনো সখনো গল্প কিংবা কবিতাও লিখি ;
তুমি আমার টিপ পড়া দেখে টিপ পড়লেই
আমি হবে না, আমার মতন করে কথা বললে, হাঁটলে কিংবা চুল বাধলেও আমার মতন লাগবে না
তোমার আমার এক নয় আলাদা দুটো সত্বা
হয়তো কাজল চোখে তোমাকেও দারুণ লাগে
কালো টিপে তোমার সৌন্দর্য ও বেড়ে হয় দ্বিগুন,
হয়তো তোমার চোখে তা পড়ে না কেননা
তুমি বরং বার কেবল আমার মতই হতে চাও
কিন্তু তুমি চাইলে আমার চেয়েও বেটার হতে পারো
আপগ্রেড হতে পারো, কিন্তু না তোমার তো আমিই হতে হবে, আমার জনপ্রিয়তা তোমার লাগবে কিন্তু তোমার মতন করে তুমিও পারো
হ্যা তোমার মাঝেও প্রতিভা আছে, সৌন্দর্য আছে এমনকি হতেও পারে আমার চেয়ে ভালো কোন গুন তোমার আছে।
তা তোমার দেখতে হবে, জানতে হবে
খুটিয়ে খুটিয়ে কয়লা থেকে আচমকাই যেমন হিরের সন্ধান মিলে তেমনি তুমি দেখো
তোমার প্রতিভাটাও একদিন ঠিক ধরা পড়বে।
সেদিন তোমার আয়নায় তোমার প্রতিবিম্ব হাসবে,
নতুন তোমাকে দারুণ লাগবে, তোমার চোখের কাজল টা ঠিক আমার চোখের কাজলের চেয়েও মায়াবি লাগবে।
একদিন তুমি আমার মতন আর হতে চাইবে না
সেদিন তুমি বুঝতে শিখবে ;
মেয়ে তুমি একান্তই তোমার মতন।
নিজেকে এমন করেই গড়ো যেন কোন একদিন আমিও অফসোস করে মুখ ফসকে বলে বসি
“ইস্ যদি তোমার মতন হতে পারতাম “
No comments
info.kroyhouse24@gmail.com