Breaking News

ভালোবাসার অভিধান ছেড়ে যাওয়া



ভালোবাসার অভিধান ছেড়ে যাওয়া

“শুধু মাত্র ভালোবাসলেই যদি
ভালোবাসার মানুষকে বেধে রাখা যেতো,
তাহলে অনেকেই হয়তো কেবল মাত্র পরিবার, ক্যারিয়ার কিংবা ভবিষ্যতের ভাবনা ভেবে ছেড়ে যেতো না,হয়তো ভালোবাসা দিয়ে আগলে রাখতো এক জীবন।

হয়তো পরিবার প্রথম কয়েকদিন মেনে নিত না,
কটু কথাও শোনাতো খুব বড় জোর হয়তো কথাই বলতো না, তবুও রাতের শেষে ভোরের দেখা মিলতই একদিন।

হয়তো ক্যারিয়ারের চাকা গুলো একটু আধটু মরচে ধরতো, হয়তো গোলমালে আর আগাতেই চাইতো না, তবুও চেষ্টার জোরে মবিল দিলে একটু দেরী করে হলেও ভাগ্য নিয়ে যেত তার সঠিক দরগড়ায়।

ভবিষ্যৎ সবসময় আমাদের ওদেখা,
আমরা যা ভাবি তার বিপরীত টাও হতে পারে
কাউকে ভালোবাসলেই কেবল হয় না
তাকে ধরে রাখতে চাই মনের জোর, অন্তরের টান
এবং সর্বোচ্চ দিয়ে তাকে আকড়ে পাওয়ার চেষ্টা।

তবুও এক জীবন কেবল ভালোবাসলেই হয় না,
বরং তাকে প্রবল ভাবে পাওয়ার ইচ্ছে থাকতে হয়,
ভেঙ্গে চূড়ে চূড়মার করা ভালোবাসায় শিক্ত হতে হয়, এবং লোহা কে পুড়িয়ে ইচ্ছেমতন যতন করতে হয়।

তবুও দিন শেষে কেউ কেউ
ভালোবাসি বলেও কেবল একবুক অবহেলা, করুণা আর যন্ত্রণা দিয়ে বলে যায়,
হয়তো তোমাকে আমার পাওয়া হলো না, অথচ বাস্তবতা এই আমাকে পাওয়ার তার ইচ্ছেই ছিলো না।

সব পেলে তবেই তো নষ্ট জীবন “

No comments

info.kroyhouse24@gmail.com