Breaking News

বিচ্ছেদ

বিচ্ছেদ

হয়তো সূচনায় যা প্রেম ছিলো,
তার সমাপ্তিটা বিচ্ছেদেই হবে,
এক পৃথিবীর বুকেই দুজন বেচেঁ রবে
তবে দুজন রবে দুজনার দীর্ঘশ্বাসে।

প্রেমিকের দেয়া নীল চুড়ি,সুতোর মালা,
পরিত্যাক্ত ওরনা কিংবা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া বেলীফুল
কোন এক কোনঠাঁসা আলমারীর অগোচরেই রবে

প্রেমিকার যত্নে লেখা মনের মাধুরী কিংবা টাকা বাচিঁয়ে কিনে দেয়া টি-শার্টটার জায়গা গায়ে হবেনা,হয়তো কোন একদিন দেখা যাবে ঘোরদোর মোছা হয় তাতে, তবুও রবে নিরব দীর্ঘশ্বাস,
হয়তো মন খারাপের এক পড়ন্ত বিকেলে পুরোনো মেসেজ গুলো ঘেটে ঘেটে ছেলেটির ও নিদারুণ ইচ্ছে জাগবে নামহীন সম্পর্কে যে অদৃশ্য মায়া তা ছাপিয়ে তাকে একবার ছুতেঁ চাওয়ার আকুতির,হয়তো তৃষ্ণার্ত দৃষ্টি যুগল তাকে একবার দেখতে চাওয়া আর্জি জানাবে….!

তবুও রয়ে যাবে প্রেম,বরে না তাতে বিচ্ছেদ
কেবল বৈধতা পাবে না আত্নিক সে শতাব্দীর মিলন ঘটানো সম্পর্কের৷

এ সমাজ প্রেম মানে না, মানে বৈধতা…
আর বৈধতার কারাগারে যারা বন্দিবনা হয় না
তাদের ই হয় বিচ্ছেদ৷

তবে বিচ্ছেদ কেবল একটি শব্দমাত্র,
সেই তো অন্যকারোর আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়ার বহুবছর পরেও আমরা তাদের মনে করি,
তাদের স্বরণ করি, তাদের অনুভব করি… আত্নিক বিচ্ছেদ ঘটেনা কভু যা হয় তা শরীরের থেকে শরীরে, জনমের থেকে জনমের৷

তবুও একজীবন আমরা ভালোবাসি,
ভবিষ্যতের গন্তব্য এক হবে না জেনেও কী নিদারুণ ভালোবাসি, ভালোবাসায় যে বিচ্ছেদ নেই
একজীবন কেবল না পেয়েও পাওয়া আছে,
কাছে না থেকেও একে অন্যের ভালো চাওয়া আছে…।

No comments

info.kroyhouse24@gmail.com