ভালোবাসা
দামী ব্যান্ডেড লিপস্টিক কিংবা পারফিউম এ আমি অভ্যস্ত নই, আমি তো রাস্তার ধার থেকে ৩০টাকার একটা লিপস্টিকেও খুশি,
মাসের শেষে তোমার কাছে কিইবা চাইতাম একটু খানি সময় আর ভালোবাসা ব্যতিত?
রিচ্ ম্যান, আড়ং,দর্জি বাড়ির মতন বড় বড় শপ থেকে আমাকে মাসে মাসে ব্যাগ ভর্তি গিফট করতে হতো না তোমার, অথচ নিয়ম মাফিক কথাটা বলার সময় ও তোমার ছিলো না।
আমি মধ্যবিত্তের পরিবারে সংগ্রাম করে বড় হওয়া মেয়ে তাই ওসব লোক দেখানে গিফট কিংবা প্রসাধনীর প্রতি আগ্রহ ছিটেফোঁটাও ছিলো না,
মাসের শেষে আমি দেখতাম তুমি কেমন যেন উদাস চেষ্টা করতাম মলিন মুখের হাসির কারণ হতে, অথচ মাসের শুরুতে তোমার ক্রাশ গার্ল কিংবা বান্ধবী বলা মেয়েটাকে নিয়ে ঠিকই রেষ্টুরেন্টে বসতে, দামী দামী গির্ফট করতে আর আমি দেখা করতে বললেই সে রাজ্যের কত বাহানা,আমি বাদামেই হাসতাম বলে বড্ড বেহায়া ভাবতে কী না।
তোমার টাকা দেখে অনেকেই হয়তো আসবে
কিন্তু তোমাকে দেখে ভালোবাসবে ক’জন?
কখনো নিঃস্ব হয়ে যাওয়া কাউকে সময় পেলে
হৃদয় নিঙ্গড়ানো ভালোবেসে দেখো,সেখানে কেবলই ভালোবাসা পাবে।
স্বার্থ বিবেচনায় প্রেম হয় প্রিয়
ভালোবাসা আবার সবার হয় না।
No comments
info.kroyhouse24@gmail.com