আবার পৃথিবী হবে ভালোবাসাময়
জানো অনিন্দ্য!
আজ কতটা দিন হলো তোমার সাথে দেখা নাই
ক্লান্ত আমি ঘরে বসে বসে সময় কাটাই তোমার ভাবনায়।
মনে পড়ে তোমার!সাপ্তাহিক ছুটির একটা দিন তোমার সাথে দেখা না হলে কী ভীষণ রাগটাই না করতে!আমাকে দেখার জন্য অস্থির হয়ে পড়তে!
আজ সেই তুমিই আমাকে বলো দেখা না করতে,
বাইরে বের না হতে,
পৃথিবীর এমন দুর্দশায় আমাকে নিয়ে তোমার কত ভয়!
পিছে আমার যদি কিছু হয় এই ভয়েই তুমি ভীত।
আচ্ছা অনিন্দ্য! আমাকে হারানোর এত ভয় কেন তোমার?
ধুর!কতটা পাগলী আমি দেখো তো!
আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো।
আর ভালোবাসো বলেই এত ভয় সেটা আমি বুঝি।
শোন!একদম চিন্তা করবেনা তুমি।আমার কিচ্ছু হবেনা দেখো!
পৃথিবী সুস্থ হলে আমরা আবার দেখা করবো।
রিকশায় করে চষে বেড়াবো পুরো রাজশাহী শহর
লালন মঞ্চ,পদ্মা পাড়,নিউমার্কেট, ক্যাম্পাস সকল জায়গায় আমাদের পদচারণা হবে।
জিরো পয়েন্টের টং দোকানে দাঁড়িয়ে আমরা আবার তোমার পছন্দের লেবু চা খাবো।
আমরা হবো মুক্ত বিহঙ্গের মতো।
জানো!ঘরে বসে বসে যখন বিষন্নতা ভর করে তখন তোমার হাসিমাখা ছবিগুলো দেখতে থাকি
মনে হয়, এই তো তুমি পাশেই আছো।এক নিমিষেই সকল বিষন্নতা মুছে যাই মন থেকে।
আজকাল আর প্রেমের কবিতা লিখা হয়না জানো।
কেন জানি শুধু বিষন্নতা ভর করে হৃদয়ে
পৃথিবীর এমন অসুখ আর ভালো লাগেনা।
কবে যে পৃথিবীর মুক্ত বাতাসে আমরা প্রাণ ভরে শ্বাস নিবো!
জানো অনিন্দ্য! ভাবছি পৃথিবী রোগমুক্ত হলে আমি আবার তোমার জন্য প্রেমের কবিতা লিখবো।
এ পৃথিবীর সবুজে মিশে আমরা আবার নতুন করে বাঁচবো।
পুরো পৃথিবী হবে আমাদের জন্য ভালোবাসায় ঘেরা এক সুন্দর ফুলের বাগান।
No comments
info.kroyhouse24@gmail.com