না পাওয়ার আকাঙ্খা
একটি তাজা গোলাপ তুলে এনেছি,
তোমায় দেবো বলে।
ভাবছি,গোলাপটার কত ভাগ্য!
সে স্থান পাবে তোমার ঘন কালো চুলের ভাজে।
তোমার শোভা বাড়াবে!
ফুলের কি আর সে সাধ্য বলো?
বরং তোমার খোঁপায় জায়গা পেয়ে,
ফুলটাই ফিরে পাবে তার নবযৌবন।
ফুলটা যখন দেবো তোমায়,
তুমি হয়তো মুখ তুলে চাইবে আমার দিকে।
চোখে থাকবে আনন্দের ঝিলিক,
ঠোঁটে থাকবে লাজুক হাসি।
আমার আর কি চাই বলো?
এটুকুই যেন সেরা উপহার।
কনের সাজে আজ কত সুন্দরই না লাগবে তোমায়!
দেখো,তোমার বর চোখ ফেরাতেই পারবে না।
মাথায় করে রাখবে তোমায়।
ভালোবাসায়-যত্নে ভরিয়ে দেবে।
দেবে না-ই বা কেন?
তোমায় কি না ভালোবেসে পারা যায়!
পাওয়া -না পাওয়ার কথা আমি বলতে পারবো না।
কি করে বলবো বলো?
পাওয়ার ঝুলিটা যে আমার বরাবরই শুণ্য।
কিন্তু নিজেকে দিয়ে বুঝেছি।
অপূর্ণ ভালোবাসার মাঝেও আছে আশ্চর্য পূর্ণতা।
তোমায় না পাওয়ার দুঃখ নিশ্চই আছে,
কিন্তু তোমায় যে ধরে রেখেছি হৃদয় মাঝে,
আমার এই অনেক।
তাই তোমার জীবনে গোলাপের সুবাস ছড়িয়ে,
কাঁটাগুলো না হয় আমিই নিলাম।
এ-ই বা কম কিসে!
No comments
info.kroyhouse24@gmail.com