তোমাকে ভালোবাসি
তোমার রুপের বর্ণনা দিয়ে একটা মহাকাব্য লিখা সম্ভব, তোমার চোখ হরিণির মতো, এক আকাশ মেঘ তোমার কেশে,আমাজনের অচেনা পথের মতো তোমার সিঁতি,
বিশ্বাস কর এগুলো বর্ণনা দিতে চাইনা তোমার।
তোমাকে ভালবাসি এরচে অনুপম শ্রী জানা নেই আমার!
হয়তো তোমার সাথে কোনো পথে এক সাথে হাটা হয়নি,
হয়তো তোমার পাশাপাশি বসা হয়নি, হয়তো ডেকোরেশন করা কোনো চাইনিজ বা থাই রেস্টুরেন্টে একসাথে খাওয়া হয়নি, তোমার কুলড্রিংক্সে চুমুকে আমার চুম্বন লাগেনি, তোমার চুল আর পারফিউম এর গ্রান আমাকে ছুঁই’নি,
হয়তো রাত জেগে তোমার সাথে কথা বলা হয়নি,
টিউলিপ গোলাপ আর কৃষ্ণচুড়ায় সাজানো কোনো চারু পার্কে তোমার জন্য কদম হাতে অপেক্ষা করা হয়নি!
এতোগুলা না এর পরেও আমি তোমাকে ভালবাসি!
এই সভ্যতায় এতগুলো না এর পরে ভালবাসি
কথাটা খুবি নগন্য আর অসহায়,
উত্তাল সাগরে বৈঠাহীন মাঝির মতোই অসহায়!
তোমাকে ভালবাসি
হুম তোমাকেই ভালবাসি
কেননা, আর কোনো রমনীর বাতাসে আমার গহবরের অগ্নিশিখা প্রজ্বলিত হল না।
কোনো রমনীর প্রতীক্ষায় তো বসে থাকলাম না,
কারো সমুদ্র তো ছুয়া হল না।
তুমি হয়তো সভ্যতার দেহায় দেবে
এই সভ্যতা আমার প্রশ্নবোধকে দাড়ি কমা দিতে জানে না, এইখানে অশ্লীলতায় ভরপুর, এইখানে হিসেব নিকেশে ভরপুর, এইখানে ধ্রুপদী ভালবাসা বহুদুর।
থাক কিছু শুভ্রতা
থাক কিছু ধ্রুপদী ভালবাসা হিয়ায়
থাক কিছু ধূসর কাব্য আর ঝরাপাতা
থাক কিছু না পাওয়া হাহাকার জীবনের ভেলায়!
তোমাকে ভালবাসি এরচে অনুপম শ্রী আর কিছু জানা নেই আমার।
No comments
info.kroyhouse24@gmail.com