স্ত্রীর নামের সাথে স্বামীর নাম ও পদবী
❤ আয়েশা সিদ্দিকা (রাঃ) এর
বিয়ের পরেও তাঁর নামের সাথে "সিদ্দিকা" তাঁর পিতার
নাম যুক্ত ছিল। তাঁর নামের সাথে মুহাম্মাদ (সঃ) এর নাম যুক্ত করে "আয়েশা মুহাম্মাদ" রাখা হয় নি। অথচ মুহাম্মদ (সা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বংশের একজন
❤তোমরা তাদের সন্বোধন কর তাদের বাপেদের নামে, এটিই আল্লাহর কাছে বেশি ন্যায়সংগত।"
-----সূরা আহযাব, -৫
❤যে বংশের সঙ্গে তার কোন বংশ সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়।
------সহিহ বুখারী ৩৫০৮
❤কোন ব্যক্তি যদি নিজ পিতা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও অন্য কাউকে তার পিতা বলে দাবী করে তবে সে আল্লাহর (নিয়ামতের) কুফরী করল এবং যে ব্যক্তি নিজেকে এমন বংশের সাথে নসবী সম্পৃক্ততার দাবী করল, যে বংশের সাথে তার কোন নসবী সম্পর্ক নেই, সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নেয়।"
-------বুখারী -৭১১
❤যে ব্যক্তি তার পিতা বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্কের দাবি করে পরিচয় দেয় অথবা নিজের মনিবকে ত্যাগ করে অপরকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহ, তাঁর ফেরেশতাকুল এবং সকল মানুষের অভিশাপ। তার নফল বা ফরয কোন ইবাদতই কবুল করা হবে না।"
-------সুনানু ইবনে মাজাহ- ২৫৯৯
--------সহিহুল জামে-৬১০৪
--------সুনানু ইবনে মাজাহ- ২৭১২
❤যে কেউ নিজের বাবা ব্যতীত অন্যের পরিচয়ে পরিচয় দেয় সে জান্নাতের গন্ধ ও পাবেনা।
যদিও জান্নাতের সুঘ্রান সত্তর বছর হাঁটার রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যাবে।
No comments
info.kroyhouse24@gmail.com