Breaking News

প্রাক্তনের কাছে শেষ চিঠি

প্রিয় প্রাক্তন,

আমি বলেছিলাম,”তোমাকে ভুলে কখনো থাকতে পারবো না”।
সে কথা মোটেও সত্য ছিল না,
আজ দিব্যি ভুলে আছি তোমাকে আমি।
আমি কোন প্রতারককে ভালোবাসিনা-
তাকে মনে রাখি না!
তোমার কথা ভেবে এখন আর আমি মন খারাপ করে বসে থাকি না,
তার চেয়ে বরং আকাশের পানে চেয়ে মেঘেদের ভেসে যাওয়া দেখি।

এখন আর আর আমি ম্যসেঞ্জার ঘেটে;
আমাদের পুরনো কনভারসেশন পড়ি না,
তার চেয়ে বরং গল্পের বই গুলো ছুঁয়ে দেখি।
আবারো বলছি,আমি কোন প্রতারকে ভালোবাসি না-
তাকে মনে রাখি না।

সময়ে-অসময়ে এখন আর দরজা বন্ধ করে কাঁদতে বসি না!
এখন আমি ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে রাখি।
বিশ্বাস করো!গ্যালারি ঘেটে এখন আর তোমার ছবি দেখি না
চিরচেনা নাম্বারটিও ডিলিট করে দিয়েছি।
ভালোবাসি না,আমি কোন প্রতারককে ভালোবাসি না!

ছোট্ট একটি বার্তা লিখতে গিয়ে
এখন রচনা তৈরি করি না,
সময়ে-অসময়ে তোমাকে আর বিরক্ত করি না।
তার চেয়ে বরং আমি কবিতা লিখি,
কবিতায় নিজেকে খুঁজি।
এখন আমি নিজেকে ভালোবাসি।
নাহ্ নাহ্ নাহ্ এখন আমি আর কোন প্রতারককে ভালোবাসি না।

কোন প্রতারককে ভালোবাসি না

No comments

info.kroyhouse24@gmail.com