অঙ্কুরে বিনষ্ট প্রেম
আপনি কখনো খোলা আকাশের নিচে চিৎকার করে বলেন নি,”ভালোবাসি তোমাকে,অনেক বেশি ভালোবাসি”।
আর আমিও কখনো লোক সম্মুখে বলিনি আমার একজন ভালোবাসার মানুষ আছে।
ভালোবেসে কখনো এক গুচ্ছ কাঠগোলাপ এনে দেননি আমাকে।
অথবা বুকুল ফুলের মালা সযত্নে গেঁথে দেননি আমার খোঁপায়।
আর আমিও কখনো আপনাকে উপহার দেইনি নীল পাঞ্জাবি ।
আপনার সাথে কখনো বৃষ্টিতে ভেজা উপভোগ করা হয়নি,
অথবা দেখা হয়নি গোধূলি ।
আপনাকে কখনো নিজের লেখা পএ দেওয়া হয় নি,
আর আপনিও আমাকে লাল গোলাপ দিয়ে প্রেমের প্রস্তাব করেন নি।
আমাদের ভালোবাসা উপন্যাস বা কবিতার মতো কাব্যিক ছিল না,
হয়তো বা বাস্তবের ভালোবাসা গুলো তেমন হয়ে ওঠেনা ।
তা শুধু গল্প বা উপন্যাসেই মানায়।
ইতিহাসে বর্নিত প্রমিক-প্রেমিকাদের মতো,
উপন্যাস পাতায় লেখা হবে না আমাদের প্রেম।
তবু তো আমাদের ভালোবাসা ছিল।
আমাদের ভালোবাসা ছিল বাস্তব ভিওিক
রোজ নিয়ম করে লুকিয়ে লুকিয়ে সামান্য টেলিপ্যাথি হতো,
দেখা হতো সপ্তাহ খানিক পর।
আঙুলে আঙুল ছোঁয়া যেত না।
শুধু নিষ্পলক চেয়ে দেখতাম।
আমাদের একদিন সংসার হবে,
আমরা একদিন হাতে হাত ধরে হেঁটে বেড়াবো সম্মুখে-
এ ভাবনা গুলো বুকের ভেতর সুপ্ত ছিল।
সময়ের যাতাকলে তাও আজ পিষ্ঠ হয়েই,
আমাদের কল্পনার কাব্যিক প্রেম বাস্তবতার দোহাই তে,
বিনষ্ট হয়েছে অঙ্কুরে।
আমাদের প্রেম হয়তো বা উপন্যাসের মতো কাব্যিক ছিল না,
তবে বিচ্ছেদ হয়েছে ঠিকই ।
No comments
info.kroyhouse24@gmail.com